রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow

দুর্নীতিগ্রস্তদের সঙ্গে কোনো আপস করবো নাঃ জাবি ভিসি

Spread the love

জাবি প্রতিনিধি
দুর্নীগ্রস্তদের সাথে কোনো আপস করবেন না বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নূরুল আলম।
বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে অধ্যাপক নূরুল আলম বলেন, “দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আমি (উপাচার্য) কোনো আপস করব না।”
আজ ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের উপাচার্যের অফিস কক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জাবিসাসের সদস্যরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে উপাচার্যে পাশে থেকে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন জাবিসাস সদস্যরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন, প্রতিটি হলে লাইব্রেরি স্থাপন ও এর উন্নয়ন, দ্রুততম সময়ে নির্মাণাধীন হল চালু ও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দাবি জানায় জাবিসাস।
অধ্যাপক ড. মো. নূরুল আলম জাবিসাসের যৌক্তিক দাবিগুলো তিনি যথাসম্ভব কার্যকর করার চেষ্টা করবেন বলে জানান।
এছাড়া তিনি আরও বলেন, “আমরা ১১টি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। যার মধ্যে উল্লেখযোগ্য স্পোর্টস কমপ্লেক্স স্থাপন, লেকচার থিয়েটার, ৬০০০ আসন বিশিষ্ট পরীক্ষার হল, মেয়েদের জন্য খেলার মাঠ, রফিক জব্বার হলের সংস্করণ ইত্যাদি।”
নতুন হল উদ্বোধন ও নামকরণ নিয়ে আলাপকালে উপাচার্য বলেন, দুটি হল থাকার উপযোগী হয়েছে। আশাকরি শিগগিরই উদ্বোধন করা সম্ভব হবে। হলগুলো নামকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে প্রস্তাব করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *