ঈদুল ফিতর উপলক্ষে দীপ্ত টিভিতে ঈদের ৭দিন প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘নক্ষত্রের গান‘। ৭জন বিখ্যাত শিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল, শাহনাজ রহমত উল্লাহ, সুবীর নন্দী, এন্ড্র কিশোর, লাকী আখান্দ, আলাউদ্দিন আলী এবং খালিদ হাসান মিলুর গান ট্রিবিউট করে বর্তমান প্রজন্মের কাছে তাদের সৃষ্টিশীলতাকে তুলে ধরতে এবার আয়োজন করা হয়েছে এই সংগীতানুষ্ঠানের।
প্রতি পর্বে একজন করে উপস্থাপক এর সঞ্চালনায় বর্তমান সময়ের দুইজন করে জনপ্রিয় শিল্পী সংগীত পরিবেশনা করবেন। ওয়াহিদুল ইসলাম শুভ্র এর প্রযোজনায় অনুষ্ঠানটিতে গান পরিবেশনা করবেন অপু, বৃষ্টি, সোহেল মেহেদী, হৈমন্তী রক্ষিত, রাজিব, রন্টি, আরিফ, নদী, রাশেদ, প্রিয়াংকা, মুহিন, ঝিলিক, সাব্বির ও প্রমি। ৭ পর্বে উপস্থাপনায় থাকবেন সারা, সুমি, রাফসান সাবার, আলিফ চৌধুরী, তাসনুভা মোহনা, ইভান সাইর এবং ইসমত জেরিন চৈতি।