রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow

“সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেল বাড়ানোর উপায়” শীর্ষক ১৮ ঘন্টার প্রশিক্ষণ

Spread the love

প্রথমবারের মতো উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর আয়োজনে চলছে ৬ মাস ব্যাপী ১৮ ঘন্টার স্পেশাল হাতে কলমে প্রশিক্ষন “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেল বাড়ানোর উপায়”। যা গত জানুয়ারি ২৭ থেকে শুরু হয়ে ইতিমধ্যে তিন মাসে তিনটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
ইতিমধ্যে অনুষ্ঠিত প্রোগ্রামগুলোর মাধ্যমে অংশগ্রহণকারীর জানতে পেরেছে কিভাবে সোস্যাল মিডিয়া পোস্ট এর জন্য কনটেন্ট ডেভেলপ করতে হয়, কোন কনটেন্ট এর মাধ্যমে সঠিক ক্রেতার কাছে পোছানো যায়, কিভাবে মোবাইল এর বিভিন্ন টুলস ব্যবহার করে একটি সুন্দর ছবি, ভিডিও অথবা একটি ডিজাইন তৈরী করতে হয়, একজন কাস্টমার এর কাছে পন্য সেল করার পর দ্বিতীয়বার সেই কাস্টমারের কাছে বার বার পন্য সেল করার নানান কৌশল ইত্যাদি নিয়ে।
পরবর্তী অনুষ্ঠিতব্য প্রোগ্রামগুলোর মধ্যে থাকছে ফেসবুক পেজের রিচ কিভাবে বাড়বে, ফেসবুক ছাড়াও ইন্সটাগ্রাম, ই-মেইল ও অন্যন্য সোস্যাল মিডিয়া ব্যবহার করে কিভাবে সেল বাড়াবেন, কিভাবে একটি প্রোডাক্ট এর প্রাইজ নির্ধারন করবেন এবং প্রোডাক্টটি কিভাবে প্যাকেজিং করবেন এবং কিভাবে ডেলিভারি করবেন তা নিয়ে বিস্তারিত হাতে কলমে শিখতে পারবেন।
এই বিষয়ে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, “ফেসবুকের মাধ্যমে ব্যবসা বাড়ানোর উপায়” এই ৬ টি সেমিনার করে যে কেউ তার বিজনেসকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আমি মনে করি।
৬ টি সেশনে ইনস্ট্রাকটর হিসেবে আছেন পিকাবো ডট কম এর সিইও মরিন তালুকদার, রাইটারস অন দি ব্লক এর ফাউন্ডার অজন্তা রিজওয়ানা মির্জা, ইন্সট্রাকটরি ডট কম এর ইন্সট্রাক্টর তাবেন্দা হোসাইন, বিজকোপ এর ফাউন্ডার এন্ড সিইও নাহিদ হাসান, টেক্সর্ট এর ফাউন্ডার এন্ড সিইও এস এম বেলাল উদ্দিন এবং বিআইটিএম এর ট্রেইনার মাকমুন সাফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *