পরিচালক নজরুল কোরেশী এবার নির্মাণ করছেন ডকুড্রামা বদলে যাওয়া বাংলাদেশ। এই ডকুড্রামায় অভিনয় করছেন
সোমনা সোমা,আদিত্য আলম,কাজী ফায়সাল, নওরীন নীলা,অজিত দাস,আলো রাহমান এবং আরও অনেকে।
সিনেমাটোগ্রাফার – হোসাইন আরমান, প্রধান সহকারী পরিচালক – হোসাইন বেলাল।
কমিউনিটি ক্লিনিক এর সেবা নিয়ে নির্মাণ করা হয়েছে এই ডকুড্রামা।
প্রত্যন্ত এলাকার বিপুল জনগণকে স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক প্রকল্প প্রতিটি উপজেলায় স্থাপন করেছেন। এই ডকু ফিকশন চলচ্চিত্রের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কার্যক্রম নাটকীয় ভাবে তুলে ধরা হয়েছে।
অচিরেই এই ডকুড্রামা বিটিভিসহ বিভিন্ন বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে বলে পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন।