বুধবার, ডিসেম্বর ৪Dedicate To Right News
Shadow

ঈদের ম্যাগাজিন অনুষ্ঠানে নিথর মাহবুব

Spread the love

ঈদের অনুষ্ঠানমালায় নাটক, সিনেমা,নাচ,গান নানা অনুষ্ঠান থাকলেও থাকে না মূকাভিনয় নিয়ে কোন অনুষ্ঠান প্রচার হতে দেখা যায় না। তবে এবার ঈদের আয়োজনের অষ্টম দিনে এটিএন বাংলার পর্দায় দেখা যাবে এক ঝলক মূকাভিনয়। যেখানে মূকাভিনয় নিয়ে হাজির হবেন নিথর মাহবুব ও তার ছাত্র রিপন। ঈদের অষ্টম দিন ১০ এপ্রিল রাত ১১টায় এটিএন বাংলার পর্দায় “আমি কথা বলতে চাই” নামে ম্যাগাজিন অনুষ্ঠানে দেখা যাবে মূকাভিনয়ের এই অংশটি। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনায় আছেন আনজাম মাসুদ, প্রযোজনায় শাহেদ দৌলা খান।

“আমি কথা বলতে চাই” অনুষ্ঠানটির একটি পর্যায়ে দেশের জনপ্রিয় ১৪জন অভিনয় শিল্পীর সামনে পরিবেশিত হবে মূকাভিনয়টি। এটি দেখার পর ১৪জনকে বলতে হবে এখানে কি কি করা হয়েছে। যে সবচেয়ে বেশি বলতে পারবে সে হবেন বিজয়ী।

মূকাভিনয় ছাড়াও নিথর মাহবুব বর্তমানে নিয়মিত টিভিনাটকে অভিনয় করছেন। এবার ঈদের আয়োজনে বাংলা টিভিতে প্রতিদিন সন্ধ্যা সাতটায় প্রচার হচ্ছে তার অভিনীত নাটক ‘বিয়াই সাব’। স্বপ্নের কারিগরের প্রযোজনায় এটি রচনা করেছেন রাজীব মণি দাস। পরিচালনায় মীর সাখাওয়াত ও জাদু ফরিদ। এছাড়াও নিথর মাহবুব অভিনীত কয়েকটি একঘণ্টার নাটক ঈদে প্রচার হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিথর মাহবুব বলেন, ‘এর আগেও আনজাম মাসুদ ভাইয়ের পরিবর্তন ম্যাগাজিন অনুষ্ঠানে মূকাভিনয় করেছি। ঈদের এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করায় আনজাম ভাইকে ধন্যবাদ টিভি চ্যানেলগুলোতে বর্তমানে শিল্পের চেয়ে শিল্পীর মুখের পরিচিতির গুরুত্বটাই বেশি। তাই মূকাভিনয়ের মতো নান্দনিক শিল্পের এখানে জায়গা নেই। মাঝে মধ্যে টিভি চ্যানেলগুলোতে বিশেষ কোন অনুষ্ঠানে মূকাভিনয় শিল্পীদের ডাকা হয়। এই শিল্পটি পরিবেশনের সময় শিল্পীরা গাড় সাদা মেকআপে মুখ ঢেকে রাখে, ফলে শিল্পীর চেহারা দেখার উপায় নেই। অবাক করা বিষয় হল টিভির জন্য যদি মূকাভিনয় সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কোন নাটক বানানো হয় সেখানেও মূকাভিনয় শিল্পীদের না নিয়ে একজন মুখ পরিচিত শিল্পীকে নোয়া হচ্ছে সেই চরিত্রে। এটা খুবই দুঃখজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *