মঙ্গলবার, ডিসেম্বর ৩Dedicate To Right News
Shadow

২০ মে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’

Spread the love

আগামী ২০ মে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের তারকাবহুল ছবি ‘পাপ পুণ্য’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সম্প্রতি উন্মোচিত হলো ছবিটির শুটিং সময়ের মজার সব ঘটনা!। ‘পাপ পুণ্য’র শুটিংকালিন পেছনের দৃশ্য নিয়ে প্রায় ২৫ মিনিটের একটি ভিডিও কন্টেন্ট প্রকাশ করেছে ইমপ্রেস টেলিফিল্ম। চ্যানেল আই টিভির ইউটিউবে প্রকাশিত সেই ভিডিওতে বেশকিছু মজার দৃশ্য দেখা গেছে। শুটিং সময়ের আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, চুমকি, সিয়াম ও নবাগতা সুমিসহ ছবির অন্যান্য কলাকুশলীদের মজার অভিজ্ঞতার কথা বলা এবং সেই দৃশ্যপট দেখানোও হয়েছে এই ভিডিওতে। ২০ মে ‘পাপ পুণ্য’ মুক্তি শুধু দেশে নয়, উ. আমেরিকার শতাধিক মাল্টিপ্লেক্সেও প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে এই ছবির প্রমো টিজার ও দুটি গান দর্শকদের মন ছুঁয়েছে। শিগগির আসবে ‘পাপ পুণ্য’র ট্রেলার। সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, আফসানা মিমি ও চঞ্চল চৌধুরী ছাড়াও ছবির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেন মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ।
মনপুরা, স্বপ্নজাল, গুণিনের পর ‘পাপ পূণ্য’ গিয়াস উদ্দিন সেলিমের চতুর্থ ছবি। জনপ্রিয় এই পরিচালক বলেন, চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি দরকার যা ‘পাপ পুণ্য’র মতো। আগের ছবিগুলোর চেয়ে এটি সম্পূর্ণ আলাদা ফরম্যাটে বানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *