জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের নতুন ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ছায়েদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
১৬ মে (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ এপ্রিল সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আলী আজম তালুকদারকে অব্যহতি প্রদান করা হলো। মাননীয় উপাচার্যের অনুমোদনক্রমে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমানকে দুই বছরের জন্য উক্ত পদে নিয়োগ দেওয়া হলো।
নিয়োগপত্র পাবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ছায়েদুর রহমান বলেন, মাননীয় উপাচার্য আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি সততার সাথে উক্ত দায়িত্ব পালনের চেষ্টা করবো। নিজের যতটুকু দেওয়া যায় তা দিয়েই সেবা খাত হিসেবে এ খাতের প্রতি সবার সেবা পাবার যে আকাঙ্ক্ষা তা পূরণের চেষ্টা করবো, সিনিয়রদের সাহায্য নেবো। আর যদি তা সম্ভব না হয় তাহলে দায়িত্বই ছেড়ে দিতে হবে।