বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২Dedicate To Right News
Shadow

গ্রাসরুটস এর জাতীয় সম্মেলনে সম্মাননা পেলেন মনি পাহাড়ী

Spread the love

তৃণমূল নারী উন্নয়ন সংস্থা (গ্রাসরুটস) এর ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে নারী উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন মনি পাহাড়ী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাননীয় পরিকল্পনামন্ত্রী জনাব এম. এ. মান্নান। অনুষ্ঠানটি ২৭ মার্চ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়। তিনি কিছু সমস্যার কারণে যেতে না পারায় সম্মেলনোত্তর এ সম্মাননা গতকাল তাঁর কাছে অফিসিয়ালি পৌঁছানো হয়।

গ্রাসরুটস এর জাতীয় সম্মেলনে বাংলাদেশের ৬৪ জেলার ৬৪ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেয়া হয়। রাঙ্গামাটি থেকে পার্বত্য চট্টগ্রামের দেশী ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে হিল ই-কমার্স সোসাইটি’র এডমিন হিসেবে এবং সামাজিক নানান কর্মকান্ডে অংশগ্রহণের জন্য মনি পাহাড়ী-কে এ আমাকে এ সম্মাননা প্রদান করা হয়।

এ বিষয়ে মনি পাহাড়ী বলেন- “এটা একেবারেই আকস্মিক ছিলো কিন্তু ভালোলাগছে এই ভেবে যে গ্রাসরুটস সত্যিকার অর্থে তৃণমূলের খবর রাখছেন। দেশ, প্রগতি, উন্নয়ন এ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কাজ করে যাওয়া সংস্থাটির জন্য অনেক অনেক শুভকামনা। এভাবেই তৃণমূলের সাথে মূলস্রোতের সম্পর্ক তৈরি হয়ে দেশের আর্থ সামাজিক ও মানবিক উন্নয়নের মধ্য দিয়ে তৈরি হোক স্বপ্নের সোনার বাংলা।কৃতজ্ঞতা প্রকাশ করছি গ্রাসরুটস, হিমাংশু মিত্র দাদা এবং সাংবাদিক ফজলে এলাহী’র প্রতি। সেই সাথে ধন্যবাদ দিচ্ছি যে সকল উদ্যোক্তাকে যারা প্রান্তিক পর্যায়ে থেকেও নিরবিচ্ছিন্নভাবে কাজ করে অর্থনৈতিকভাবে এগিয়ে নিচ্ছেন দেশকে। আরও ধন্যবাদ জানাচ্ছি হিল ই-কমার্স সোসাইটি’র সাথে যারা শুরু থেকে সম্পৃক্ত রয়েছেন উদ্যোক্তা, ক্রেতা, মডারেটর, পরিচালক, কনসাল্ট্যান্ট কিংবা শুভাকাঙ্ক্ষী হয়ে। যে কোনো অর্জনের নেপথ্যে অনেক মানুষ থাকে আসলে। এ গল্পের শেষ নেই।”

মনি পাহাড়ী’র এই সম্মাননা প্রাপ্তি প্রান্তিক উদ্যোক্তাদের সামনে এগিয়ে যাবার স্বপ্ন দেখাবে। আগামীতে গ্রাসরুটস এর মতো বিভিন্ন সংস্থা তৃণমূলকর্মীদের সাথে সম্পর্ক স্থাপন করে তাদের সম্ভাবনাকে সামনে নিয়ে আসবে এবং দেশের আর্থ সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে এমনটা প্রত্যাশা সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *