
জাবি প্রতিনিধি
করোনাকালীন সময়ে অ্যাম্বুলেন্স চালকদের জন্য প্রদত্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয়ের তেইশ হাজার ১২৫ টাকা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহণ অফিস।
আজ সোমবার ২০ জুন বিশ্ববিদ্যালয়ের কোষাগারের ব্যাংক একাউন্টে এই টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহনের অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান।
জানা যায়, করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয়ের জন্য ২৫ হাজার টাকার অনুমোদন দিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে করোনার প্রকোপ কমে যাওয়ায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয়ের প্রয়োজন না হওয়ায় পরিবহণ অফিস থেকে এই অর্থ ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে পরিবহনের অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ছায়েদুর রহমান জানান, আমি দায়িত্ব গ্রহণের পূর্বে এই টাকা অনুমোদন দেয়া হয়েছিল। দায়িত্ব গ্রহণের পর সংবাদপত্রে প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পারি এই টাকা সংশ্লিষ্ট খাতে খরচ করা হয়নি। বর্তমানে করোনার প্রকোপ কমে যাওয়ায় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ক্রয়ের প্রয়োজন পড়ছে না। তাই এই টাকা পরিবহন অফিসে ফেলে না রেখে বিশ্ববিদ্যালয় কোষাগারে ফিরিয়ে দিয়েছি।