শনিবার, এপ্রিল ২০Dedicate To Right News
Shadow

ঢাকা এফএম লাইভে যাযাবর পলাশ

Spread the love

দীর্ঘদিন ধরে গানে অনিয়মিত গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী যাযাবর পলাশ। তার গাওয়া শেষ গানটি এসেছিলো ২০২০ এ। প্রযোজনা প্রতিষ্ঠান রেইন মিউজিক এর ব্যানারে গানটি প্রকাশিত হয়েছিল। গানের শিরোনাম ছিলো ‘একটা চাকুরির প্রয়োজন’। সেই সময়টাতে চারিদিকে করোনার থাবায় ভুতুড়ে একটা অবস্থা বিরাজমান। শুধু গান-বাজনা কেন, লকডাউনে সবকিছুই থমকে দাঁড়ালো তখন। থমকে দাঁড়ালেন যাযাবর পলাশ ও। একটানা দুই বছর ঢাকা ছেড়ে গ্রামেই ছিলেন তিনি। ছিলেন গান থেকেও অনেক দূরে।
এবার সেই লম্বা বিরতি ভেঙে আবারও গানের জগতে ফিরলেন সঙ্গীতশিল্পী যাযাবর পলাশ। শুক্রবার রাতে ঢাকা এফএম ৯০.৪ এ নিজের ‘আনকোরা ব্যান্ড’ সহ লাইভ আড্ডায় হাজির হবেন তিনি। ‘প্রাণ আপ’ প্রেজেন্টস ‘প্ল্যাটফর্ম ৯০৪’ এ দীর্ঘক্ষন গান আর আড্ডা দিবেন যাযাবর পলাশ। নিজের মৌলিক গান সহ গাইবেন বেশকিছু জনপ্রিয় গান। জানাবেন নিজের সঙ্গীত জীবনের নানান তথ্য।
সঙ্গীতশিল্পী যাযাবর পলাশ এর গান আর আড্ডা নিয়ে ‘প্রাণ আপ’ নিবেদিত ‘প্ল্যাটফর্ম ৯০৪’ লাইভ গান আর আড্ডাটি প্রচারিত হবে আগামীকাল শুক্রবার রাত ১১.০০ থেকে টানা ১.০০ টা পর্যন্ত শুধুমাত্র ঢাকা এফএম ৯০.৪ এ।
গানের জগতে আবারও প্রত্যাবর্তন নিয়ে যাযাবর পলাশ বললেন, করোনা এবং তার পরবর্তী সাংসারিক জটিলতায় কিছুতেই যেন আর গানে ফিরতে পারছিলাম না। সৃষ্টিকর্তার অসীম কৃপায় আবারও গানে ফিরতে পেরে অসম্ভব ভালো লাগছে। এজন্য ঢাকা এফএম রেডিও পরিবারকে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে সুশান্ত দাকে ভালোবাসা। হাতে সময় থাকলে আজ শুক্রবার রাত ১১.০০ থেকে টানা দুই ঘন্টা ঢাকা এফএম রেডিওতে আমার লাইভ আড্ডায় অংশ নিয়ে গানগুলো শোনার অনুরোধ রইলো। গান হবে, আড্ডা হবে আর হবে আপনাদের সাথে গল্প। আর হ্যাঁ, আবারও গানে নিয়মিত হচ্ছি ইনশাআল্লাহ। সকলের দোয়া চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *