বৃহস্পতিবার, এপ্রিল ২৫Dedicate To Right News
Shadow

রফিক সাদীর `কলেজ রোড`

Spread the love

ঈদ উপলক্ষ্যে প্রকাশিত হলো সঙ্গীতশিল্পী রফিক সাদীর নতুন গান “কলেজ রোড”। এটি মূলত কলেজ জীবনের সৃজনশীল বন্ধুদের আড্ডার একটি ক্যানভাস। অনেকগুলো গল্পের দৃশ্যপট। “র” স্টুডিওর তত্বাবধানে নির্মিত গানটি বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পী নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন।

চায়ের কাপে উড়াই তুড়ি/ অ্যাস্ট্রেতে রাখা ইচ্ছে ঘুড়ি/ রাত দিন আর টোষ্ট/ কলেজ রোড —এমন কথার গানটি লেখার পাশাপাশি এর সুর-সঙ্গীতায়োজন করেছেন রফিক সাদী।

গানটি প্রসঙ্গে তিনি বলেন, “কলেজ জীবনে মফস্বল শহরে আমাদের একটা দারুণ আড্ডা হতো। যেখানে শিল্পের নানান বিষয়, গান, কবিতা, নাটক এসব নিয়ে কথা হতো। চর্চা হতো। যেটা আমরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় জীবনে পাই সবাই। আমরা কিভাবে যেন সেদিক থেকে একটু এগিয়ে ছিলাম। সেই গল্পের গান— কলেজ রোড। আমাদের অনেক আবেগ অনুভূতির স্থান কলেজ রোড। দামাল কিশোরের দল, ছুটে আসে রোদ্দুর হবার টানে, মফস্বল শহরের শিল্পের আঙিনায়। কলেজ রোড তারই উপাখ্যান।”

রফিক সাদীর গাওয়া প্রকাশিত অন্যান্য গানগুলোর মধ্যে “ভালো থেকো” (কবি হুমায়ুন আজাদের শুভেচ্ছা কবিতা) , “ক্লান্ত পথিক”, “ঈদ ঈদ লাগে”, “আমি এবং তুমি” শ্রোতামহলে বেশ প্রশংসিত।

কলেজ রোড গানের লিংক: https://www.youtube.com/watch?v=UJ5Xa19bpO4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *