রবিবার, সেপ্টেম্বর ৮Dedicate To Right News
Shadow

আমরা কি একে অপরকে একটু সরি বা থ্যাংকস বলতে পারিনা?

Spread the love
  • সিদ্দিকুর রহমান

টুটুল ভাই এবং তানিয়া আপার একটি সন্তানের নাম আরশ, আমার সন্তানের নামও আরশ। কিন্তু আমি কখনও ভাবিনি’ আরশ নামের সন্তানদের জীবনে একই অবস্থা হবে । সত্যি আমরা মিডিয়া মানুষরা কি করি কি করছি কি করা উচিত এগুলো নিয়ে আরেকটু ভাবতে হবে । আসলে আমি কখনো কোন কিছু বলতে চাইনি এইসব নিয়ে, কিন্তু আজ আর পারলাম না মনে হলো কোন কিছু বলা উচিত আমার কেন এমন হচ্ছে? আসলে কি আমরা অনেক খারাপ? নাকি বিধাতা আমাদেরকে এভাবেই জীবন দিয়ে পাঠিয়েছেন।

আমরা না হয় আমাদের জীবন আনন্দে কাটিয়ে গেলাম। আমাদের সন্তানরা কি দোষ করেছে ? আমাদের জন্য তাদের এমন জীবন গড়তে হবে কেন ? আজকে একটা নিউজ দেখে আমার মনটা অনেক খারাপ তানিয়া আপু এবং এস আই টুটুলের বিবাহ-বিচ্ছেদের নিউজটি যখন আমার চোখের সামনে নিউজটি পরল তখন মনে হলো কি হতে চলেছে এসব?

আমরা কি একে অপরকে একটু সরি বা থ্যাংকস বলতে পারিনা। আমার মনে হয় এই দুটি শব্দের কারণে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর অনেক সন্তানরাই তাদের জীবনকে সুন্দরভাবে গড়তে পারেনা। সর্বোপরি বলব তানিয়া আপু এবং টুটুল ভাই সাথে দীর্ঘ ৩১ দিন আমেরিকাতে কাটিয়েছি,দেখেছি তাদের মিল, তাদের জীবনে এমন ঘটনা ঘটবে আমি ভাবতে পারিনা। আল্লাহর কাছে শুধুই প্রার্থনা আরশ তোমরা সবসময় ভালো থেকো এবং থাকবে এটা আমার বিশ্বাস, ইনশাআল্লাহ।

[অভিনেতা সিদ্দিকুর রহমানের ফেসবুক পোস্ট থেকে]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *