
সুবিধাবঞ্চিত শিক্ষিত বেকার জনগোষ্ঠির বিনামূল্যে আইটি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে সম্ভাবনা ‘সম্ভাবনা আইসিটি সেন্টার’ নামে একটি নতুন উদ্যোগ হাতে নিয়েছে। “প্রযুক্তির অধিকার আলোকিত জীবনের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে দেশের সকল স্তরের মানুষের মাঝে প্রযুক্তি আলো পৌঁছে দিতে প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। যার মাধ্যমে সুবিধাবঞ্চিত, করোনায় কর্মহারানো, শিক্ষা বঞ্চিত নারী ও পুরুষদের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সুবিধাবঞ্চিত শিক্ষিত জনগোষ্ঠিকে কম্পিউটার ও তথ্য যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সম্ভাবনা আইসিটি সেন্টারে জেসিআই ঢাকা ইন্ডিপেন্ডেন্ট এর মাধ্যমে ৩৬ জন ও সম্ভাবনা’র Sponsor A Dream প্রোগ্রামের মাধ্যমে বছরে প্রায় দুইশত জন শিক্ষার্থী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ এর সুযোগ পাবেন।
সমাজে পিছিয়ে পরা জনগোষ্ঠীর অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে প্রশিক্ষণ কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে। কোর্স শেষে কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে পরীক্ষা ও সরকারি সার্টিফিকেট গ্রহনের সুযোগ রয়েছে। সম্ভাবনা আইসিটি সেন্টার এর কোর্স সমূহ হচ্ছে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং।
এ উদ্যোগ সম্পর্কে “সম্ভাবনা আইসিটি সেন্টারের অন্যতম উদ্যোক্তা ও সম্ভাবনার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই তরুণ। বিভিন্ন সমীক্ষা থেকে দেখা যায় বাংলাদেশে শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। প্রতি ১০০ জন স্নাতক ডিগ্রিধারীর মধ্যে ৪৭ জনই বেকার। বিগত দুই বছরে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে বহুগুন। দেশের স্বল্প ও মধ্য আয়ের শিক্ষিত জনগোষ্ঠির মাঝে বেকারত্ব হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে দক্ষ জনবলের অভাবে পিছিয়ে পরছে দেশ। বেকারত্বের এই অভিশাপ থেকে দেশ তথা শিক্ষিত তরুণ সমাজকে রক্ষা করতে হলে শিক্ষার পাশাপাশি করিগরি প্রশিক্ষন, যুগোপযোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করার ব্যবস্থা করা জরুরী। আমাদের প্রকল্পটি দেশের পিছিয়ে পরা জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে সহায়তা করবে। প্রকল্পের মাধ্যমে দেশের শিক্ষিত যুবকদের বেকারত্ব দুর করতে বেসিক কম্পিউটার, অফিস প্রোগ্রাম সহ ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’’
উল্লেখ্য, সম্ভাবনা আইসিটি সেন্টার ইতোমধ্যে প্রথম সেশনে ছয়টি ব্যাচে মোট ৪৮ জন শিক্ষার্থী তিন মাসব্যাপী বেসিক কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। ২য় সেশনের ভর্তি কার্যক্রম চলছে। সম্ভাবনা আইসিটি সেন্টারে ভর্তি হতে যোগাযোগঃ পুষ্পকলি স্কুল, বাসাঃ ৪০, রোডঃ ৩৩, ব্লকঃ ই, সেকশনঃ ১২, মিরপুর, ঢাকাঃ ১২১৬। প্রশিক্ষন কেন্দ্রের ঠিকানাঃ সম্ভাবনা আইসিটি সেন্টার, বাসাঃ ৩৬ , রোডঃ ৩৩, ব্লকঃ ই, সেকশনঃ ১২, মিরপুর, ঢাকাঃ ১২১৬। ফোনঃ ০১৭৩৭২৪৩৪৪৭, ০১৮৮৩৭৪২০৩৮, ০১৭৭৪৩৪৪১৮০।