বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২Dedicate To Right News
Shadow

ওয়েমজার চ্যানেল পাটনার্স মিটিং

Spread the love

ঢাকার একটি হোটেলে আজ ২৭ জুলাই “ওয়েমজার চ্যানেল পাটনার্স মিটিং” অনুষ্ঠিত হয়। রোমানিয়া-ভিওিক কোম্পানি ওয়েমজার ইন্ডাস্ট্রিজ এস.আর. এল. এই অনুষ্ঠান-এর আয়োজন করে, এর সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশের জেড এম রিসোর্সেস। ওয়েমজার-এর নিজস্ব উৎপাদিত অটোমোবাইল পার্টস-এর একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় মোটর পার্টস আমদানিকারক, ডিলার এবং বিক্রেতাগন অংশগ্রহন করেন এবং সেখানে তারা স্থানীয় বাজার অভিজ্ঞতা, ক্রেতাদের চাহিদা, বাজার ধরন ইত্যাদি তথ্য আদান-প্রদান করেন।

অনুষ্ঠানে ওয়েমজারের ব্যবস্থাপনা পরিচালক মি. আমিন জামান বিভিন্ন আন্তর্জাতিক বাজারে কোম্পানির অভিজ্ঞতা উপস্থাপন করেন। অনুষ্ঠানে আগত বিভিন্ন ব্যবসায়ীগন ওয়েমজার-এর প্রদর্শীত অটো পার্টস এর ব্যাপারে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন এবং এর গুনগতমানের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশে ওয়েমজার-এর অটো পার্টস বাজারজাতকরনের সাথে যুক্ত থাকার আগ্রহ ব্যক্ত করেন।

ওয়েমজার কতৃপক্ষ ব্যবসায়ীদেরকে তাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশে ওয়েমজার পন্য বিপননের বিষয়ে তাদের কার্যক্রম শুরু করার পরিকল্পনার কথা জানান। ওয়েমজার বর্তমানে টয়োটা, নিশান, হিউন্দাই, কিয়া-সহ বিভিন্ন ব্যান্ডের অটো পার্টস বাজারজাত করে আসছে যা তাইওয়ান, দক্ষিন কোরিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া উৎপাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *