বিশ্বময় বাংলা ভাষাভাষীর স্বপ্ন আঁকা আর জীবনধারার প্রিয় সারথী চ্যানেল আই গড়ে উঠেছে শতভাগ পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা এবং তারুণ্যের জয়গানে। অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, পরিবেশ উন্নয়ন, খাদ্য নিরাপত্তায় শতভাগ স্বনির্ভরতা অর্জন তথা বাংলাদেশের গণমুখী পরিবর্তনের সরব সঙ্গী চ্যানেল আই। মানুষ যা দেখতে চায়, যা শুনতে চায়, যা উপলব্ধি করতে চায় তা নিয়েই চ্যানেল আই-এর পথচলা। তথ্য প্রযুক্তির বিকাশ ও আকাশ সংস্কৃতির নতুন নতুন অগ্রযাত্রার ভেতর চ্যানেল আই-এর পথচলা নতুন নতুন উদ্ভাবনের ভেতর দিয়ে। সেই আকাশের গুরুত্বপূর্ণ এবং বিশ্বনন্দিত ক্যারিয়ার, এমিরেটস এয়ারওয়েজ। যা প্রতি বছর প্রায় ১৬০টি দেশের প্রায় ২ কোটি মানুষের ১৫২টি গন্তব্যে নির্বিঘ্ন আকাশ পরিবহন নিশ্চিত করেছে। তাই যাত্রীদের ভরসার নাম এমিরেটস এয়ারওয়েজ। নিরাপত্তার সাথে আকাশপথে ভ্রমন নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের স্বাচ্ছন্দ্যের দিকে তাদের সার্বক্ষণিক মনোযোগ অতুলনীয়। কি বিজনেস ক্লাস, কি ইকোনমি। সব যাত্রীদের জন্য তাদের সেবার প্রশংসা সারা পৃথিবীব্যাপী। আন্তর্জাতিকমানের বিনোদনের প্রতি এমিরেটস-এর রয়েছে বিশেষ আগ্রহ।
অন্যদিকে, টেলিভিশন তথ্য-বিনোদনমূলক অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি বাংলাদেশে সুস্থধারার চলচ্চিত্র নির্মাণে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে ২০০-টির বেশি চলচ্চিত্র তৈরি করে সাড়া ফেলেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ২০০৭ সালের ডিসেম্বর মাস থেকে এমিরেটস এয়ারওয়েজ ইমপ্রেস টেলিফিল্মের জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত চলচ্চিত্র তাদের বিমান বহরে দেখিয়ে আসছে তাদের ওয়ার্ল্ড বা গ্লোবাল সিনেমায়। দিনে দিনে দেশের গন্ডি পেরিয়ে শুধু বিদেশের মাটিতে নয়, আকাশেও সদর্পে ছড়িয়ে পড়েছে ইমপ্রেসের চলচ্চিত্র। ২০০৬ সাল থেকে এদেশের টেলিভিশনে যুক্ত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত, শাইখ সিরাজ নির্মিত গ্রামীণ কৃষকদের নিয়ে একমাত্র এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’। আগামী ১ আগস্ট থেকে জননন্দিত ‘কৃষকের ঈদ আনন্দ’ আকাশে বসে বিশ্ববাসী উপভোগ করবে বিশ্বনন্দিত এমিরেটস এয়ারওয়েজের সৌজন্যে। যোগ হলো আকাশপথে বিশ্ববাসীর সঙ্গে বাংলাদেশের বিনোদন সংযোগের আরো একটি গৌরবের মাইলফলক।
আজ ২৮ জুলাই দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন : এমিরেটস-বাংলাদেশ-এর এরিয়া ম্যানেজার, মোহাম্মদ আল হামাদী, চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং কাজী ওয়াহিদুল আলম, ম্যানেজিং ডিরেক্টর, ট্রিউন গ্রুপ, পিআর এজেন্সী, এমিরেটস। সাফী আহমেদ-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি চ্যানেল আই প্রচার করে।