বুধবার, ডিসেম্বর ৪Dedicate To Right News
Shadow

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে অবন্তী সিঁথির গান

Spread the love

আগামী ৮ আগস্ট বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মদিন। এ উপলক্ষে তৈরি হলো নতুন গান। সুজন হাজং এর লেখা, সুমন কল্যাণের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি।

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তুমি/ কারাগারের রোজনামচায় তুমি/ তুমি আমাদের বঙ্গমাতা, বঙ্গবন্ধুর রেণু/ তুমি আমাদের ইতিহাসে রাখাল রাজার বেণু– এমন কথার গানটির শিরোনাম ‘আমাদের বঙ্গমাতা‘। গত ৫ আগস্ট শক্রবার মগবাজারের ডি স্টেশনে গানটির রেকর্ডিং হয়।

অবন্তী সিঁথিএর আগে সুজন হাজংয়ের লেখা মুক্তির সংগ্রাম শিরোনামের আরেকটি গানে কণ্ঠ দিয়ে ব্যাপক প্রসংসিত হন।

গান প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, বাঙালির মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর নেপথ্যের শক্তি ছিলেন বঙ্গমাতা। স্বাধীনতার জন্য বঙ্গমাতার অসীম ত্যাগ ও সংগ্রামের কথা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থে উল্লেখ করা হয়েছে। বঙ্গমাতার জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই গানটি লিখেছি। আশাকরি অবন্তি সিঁথির কণ্ঠে গাওয়া এই গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে।

অবন্তী সিঁথি বলেন, বঙ্গমাতা আমাদের বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের মূলশক্তি। বঙ্গমাতাকে নিয়ে প্রথম বার একটি অসাধারণ গানে কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত। গানের কথা ও সুর খুব চমৎকার। আশা করি গানটি শ্রোতাদের ভীষণ ভালো লাগবে।

সুমন কল্যাণ বলেন, বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকা অনন্য সাধারণ। বঙ্গমাতার মত একজন বাঙালি নারীর লড়াইটায় বঙ্গবন্ধুর স্বাধীনতা অর্জনের পথ প্রশস্ত করেছিল। বঙ্গমাতার প্রতি আমরা চিরকাল ঋণী। গানটি
শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি।

‘আমাদের বঙ্গমাতা‘ গানটি আগামী ৮ আগস্ট গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব “সুজন হাজং অফিসিয়াল” চ্যানেলে প্রকাশিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *