শুক্রবার, এপ্রিল ১৯Dedicate To Right News
Shadow

নতুন বাস ভাড়া কার্যকর আজ থেকে

Spread the love

৪ আগস্ট শুক্রবার রাতে হঠাৎ এক প্রজ্ঞাপনে সরকার দেশে জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি করে। এর প্রেক্ষিতে শনিবার দিনব্যাপী গণপরিবহনের সংকট দেখা যায়। কোথাও কোথাও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিতই বাস ভাড়া অগ্রিম বৃদ্ধি করা হয়। বাস ভাড়া বৃদ্ধির জন্য এদিন সন্ধ্যায় ঢাকার বনানীতে বিআরটিএর কার্যালয়ে অংশীজনের সঙ্গে বাস ভাড়া পুনঃনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানান, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করা হয়েছে। আর নগর-মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে জনপ্রতি ২ টাকা ১৫ পয়সা থেকে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে।

তবে নগর-মহানগরের সর্বনিম্ন ভাড়া আগেরটাই রয়েছে বলে জানানো হয়। সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা। আজ ৭ আগস্ট রোববার থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে বলে সচিব জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *