বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও নেপাল ইন্টারন্যাশনাল এডিআর সেন্টার (নিয়াক) এর মধ্যে ৭ আগষ্ট ২০২২ তারিখে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই সহযোগিতা চুক্তির আওতায়, বিয়াক ও নিয়াক আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে আরবিট্রেশন ও মেডিয়েশনকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে একসাথে কাজ করতে সম্মত হয়েছে এবং উভয় পক্ষ বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) এর ক্ষেত্রে একে অপরের সেবা, সুবিধা ও সহযোগিতা প্রাপ্তিতে সক্ষম হবে। এছাড়া পরস্পারিক স্বার্থে তথ্য এবং প্রকাশনা বিনিময়ের পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কিত বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করতে সক্ষম হবে।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) এর চীফ এক্সিকিউটিভ অফিসার, কাইজার এ. চৌধুরী এবং নেপাল ইন্টারন্যাশনাল এডিআর সেন্টার (নিয়াক) এর ম্যানেজিং ডাইরেক্টর, মাতৃকা প্রসাদ নিরাউলা, তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।
নিয়াক এর চেয়ারপারসন ড. মুক্তি রিজাল অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন।
বিয়াক হতে মাহবুবা রহমান রুনা, জেনারেল ম্যানেজার, এসস্ট্যিান্ট কাউন্সেল প্রিয়াংকা রায় ও ইন্ট্রানর্, খুশনুমা খান এবং নিয়াক হতে এর ডাইরেক্টর, এক্্িরকিউটিভ কমিটি, কেশরী রাজ পন্ডিত, মাননীয় সাবেক প্রধান বিচারক, হাইকোর্ট অব নেপাল ও বিনোদ প্রসাদ শর্মা, মাননীয় সাবেক বিচারক, হাইকোর্ট অব নেপাল সহ এক্্িরকিউটিভ অফিসার, শ্রেয়া নেপাল ও ইন্ট্রান, রাবিনা জেঙ্গগাম উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।