বৃহস্পতিবার, ডিসেম্বর ১২Dedicate To Right News
Shadow

স্বাস্থ্য সুরক্ষা ক্লাবের কার্যক্রম নিয়ে সিরাজগঞ্জে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

Spread the love

স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের আয়োজনে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অনুমোদিত ‘স্বাস্থ্য সুরক্ষা ক্লাব’ এর কার্যক্রম ও অগ্রগতি নিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সিরাজগঞ্জের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য, মাদক নিয়ন্ত্রণ ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফীউল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপি। অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ক্লাসের বাইরে, কীভাবে ক্লাবের সদস্যরা নানান সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডের বিষয়ে সরাসরি জ্ঞান লাভ করবে, কীভাবে স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে সে বিষয়ে তথ্য তুলে ধরেন বক্তারা। এসময় প্রধান শিক্ষকদের কাছে ক্লাবের জন্য বিভিন্ন শিক্ষা ও ক্রীড়াসামগ্রী হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা খাতুন, কামারখন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সাদমান হোসেন। স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পরিচালক ড. রফিকুল ইসলাম।

উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন দীর্ঘদিন কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য, মাদক নিয়ন্ত্রণ ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ, জলবায়ু পরিবর্তন, করোনা মোকাবেলা ইত্যাদি বিষয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দেশব্যাপী ‘স্বাস্থ্য সুরক্ষা ক্লাব’ পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *