শুক্রবার, এপ্রিল ২৬Dedicate To Right News
Shadow

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ট্রিপল ই ডে অনুষ্ঠিত

Spread the love

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ট্রিপল ই ডে ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট বুধবার ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠিত এ উৎসব আয়োজন করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (ট্রিপল ই)।
সকালে ফিতা কেটে র‌্যালি উদ্বোধন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। পরে সেমিনার হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার। সম্মানিত অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রিপল ই বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আমিনুল হক, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান ও রিজ পার্ক হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বদরুল হাসান খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার এস এম নূর উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মির্জা গোলাম রব্বানী।
দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল পাওয়ার সিস্টেম বিষয়ে সেমিনার, প্রোজেক্ট শোকেস, ম্যাটল্যাব কনটেস্ট, ক্যুইজ, ক্রিকেট টুর্নামেন্ট, টেবিল টেনিস প্রতিযোগিতা, পিলো পাসিং, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *