বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে একযোগে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) এবং বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এর মধ্যে ১০ আগষ্ট বিয়াকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) এর চীফ এক্সিকিউটিভ অফিসার, কাইজার এ. চৌধুরী এবং বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এর জেনারেল সেক্রেটারি (ভারপ্রাপ্ত) আল মামুন মৃধা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের অধীনে, বিসিসিসিআই এর সদস্যবৃন্দ বাংলাদেশ এবং চীনের মধ্যে সংগঠিত ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগের পাশাপাশি বাণিজ্য-চুক্তি সংক্রান্ত সকল প্রকারের বিরোধ, সালিশ অথবা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির জন্য দেশের একমাত্র বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রতিষ্ঠান তথা বিয়াকের সহায়তা গ্রহন করতে পারবে। বিয়াক তার নিজস্ব আরবিট্রেশন ও মিডিয়েশন -বিধির অধীনে আদালতের বাইরে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করবে। এছাড়াও বিয়াক ও বিসিসিসিআই পারস্পরিক স্বার্থে তথ্য এবং প্রকাশনা বিনিময়ের পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কিত বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করতে সক্ষম হবে।
বিসিসিসিআই -এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এটিএম আজিজুল আকিল ডেভিড, ডাইরেক্টর মেহেরুন নেসা ইসলাম, অফিস সেক্রেটারি মোঃ আবু তাহের এবং বিয়াক -এর জেনারেল ম্যানেজার মাহবুবা রহমান রুনা, এসিস্ট্যান্ট কাউন্সেল প্রিয়াংকা রায় ও ইন্টার্ন খুশনুমা খান উক্ত সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।