মঙ্গলবার, ডিসেম্বর ৩Dedicate To Right News
Shadow

শোক দিবসে ফিল্ম আর্কাইভের নানা আয়োজন 

Spread the love

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ২০২২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগীতা বিভিন্ন স্কুল ও আর্ট একাডেমির প্রায় দুই শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতিক । সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব মো. নিজামূল কবীর।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার ক, খ ও গ তিনটি বিভাগের প্রতিটি বিভাগে ৩ টি করে মোট ৯টি পুরষ্কার দেওয়া হয় শিশু-কিশোরদের। চিত্রাঙ্কন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক জনাব ড. মো. মোফাকখারুল ইকবাল। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন দুলাল চন্দ্র গাইন, সহযোগী অধ্যাপক, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার প্রদানের পর বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’, প্রামান্যচিত্র ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ শিশুতোষ চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ ও শোভনের স্বাধীনতা’ প্রদর্শিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *