বৃহস্পতিবার, এপ্রিল ২৫Dedicate To Right News
Shadow

জাপান পররাষ্ট্রমন্ত্রীর দুর্লভ সম্মান পেল স্বপ্নদল

Spread the love

জাপানের পররাষ্ট্রমন্ত্রীর প্রদত্ত অত্যন্ত সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার ‘জাপান ফরেন মিনিস্টারস্ কমেনডেশন ২০১৯’ (Japan Foreign Minister’s Commendation 2019) পেয়েছে বাংলাদেশের প্রশংসিত নাট্যসংগঠন স্বপ্নদল। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, নাট্যব্যক্তিত্ব অধ্যাপক ড. রশীদ হারুনের উপস্থিতিতে জাপানের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কোনো তারো (KONO Taro)-র পক্ষে স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জাহিদ রিপনের হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের মান্যবর রাষ্ট্রদূত ইতো নাওকি (ITO Naoki)।

স্বপ্নদলকে প্রদত্ত সনদপত্রে বলা হয়েছে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী জাপান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে পারস্পরিক সমঝোতা প্রসারে, জাপান ও অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে অবদান রাখার জন্য বিশিষ্ট সেবার স্বীকৃতিস্বরূপ স্বপ্নদলকে গভীরতম শ্রদ্ধা জানায় (Minister for Foreign Affairs of Japan extends his deepest regards to Swapnadal in recognition of its distinguished service in promoting mutual understanding between Japan and People’s Republic of Bangladesh, contributing to promoting friendly relations between Japan and other nations)।

প্রসঙ্গত, স্বপ্নদল যুদ্ধ ও আণবিক অস্ত্রবিরোধী সচেতনতাসৃজনে ২০০২ থেকে নিয়মিতভাবে জাপানের হিরোশিমা-নাগাসাকির পারমাণবিক বোমা হামলার বিয়োগান্তক ঘটনাভিত্তিক যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য ‘ত্রিংশ শতাব্দী’-র প্রদর্শনী করে আসছে। অদ্যাবধি দেশ-বিদেশে ‘ত্রিংশ শতাব্দী’-র ১১৮টি প্রদর্শনীসহ গত ২১বছর ধরে পৃথিবীর একমাত্র নাট্যসংগঠন হিসেবে নানা আনুষ্ঠানিকতায় ‘হিরোশিমা দিবস’ পালন করছে স্বপ্নদল। ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনাটি এশিয়ার বৃহত্তম ও ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘ভারত রঙ্গ মহোৎসব ২০১৫’সহ ভারতের নানা উৎসব, ইংল্যান্ডের লন্ডনে ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব ‘এ সিজন অব বাঙলা ড্রামা ২০১৫’, জাপানের টোকিওতে জাপানের বৃহত্তম নাট্যোৎসব ‘ফেস্টিভ্যাল/টোকিও ২০১৮’-এ মঞ্চায়িত হয়েছে। স্বপ্নদলের আরেকটি প্রযোজনা ‘হেলেন কেলার’-এরও একটি বড় অংশ জুড়ে রয়েছে হিরোশিমা-নাগসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ তথা যুদ্ধবিরোধী প্রসঙ্গ।

স্বপ্নদলের ‘হেলেন কেলার’ প্রযোজনাটি ভারতের অন্যতম নাট্যদল ‘প্রাচ্য’ আয়োজিত ‘পূবের নাট্যগাথা আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৮’ ও ছ’টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে প্রদর্শনী এবং ২০১৮-এ জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে টোকিও-তে মঞ্চায়িত হয়েছে। স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জাহিদ রিপন ‘ফেস্টিভ্যাল/টোকিও ২০১৬’-এর সেমিনারে ‘ট্রাডিশনাল এন্ড কনটেম্পরারি থিয়েটার অব বাংলাদেশ’ এবং ‘ফেস্টিভ্যাল/টোকিও ২০১৮’-এর সেমিনারে ‘থিয়েটার অব বাংলাদেশ টুডে : কান্টিনিউয়েশন অব ট্রাডিশন এন্ড মর্ডানিজম’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া জাহিদ রিপন ২০১৫-এ ইংল্যান্ডের ‘কুইন মারি ইউনিভার্সিটি অব লন্ডন’-এর আমন্ত্রণে ‘ত্রিংশ শতাব্দী’-র আংশিক মঞ্চায়নসহ মাস্টারক্লাস পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *