রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow

আসছে জেমস ক্যামেরুনের ‘অ্যাভাটার – দ্য ওয়ে অব ওয়াটার’

Spread the love

চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাবে পরিচালক জেমস ক্যামেরুনের বহু প্রতীক্ষিত বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী হলিউড ছবি ‘অ্যাভাটার – দ্য ওয়ে অফ ওয়াটার’। দীর্ঘ ১৩ বছর ধরে দর্শকেরা এই ছবির সিক্যুয়েলের জন্য অপেক্ষায় ছিলেন। দর্শকদের সেই আশাই পূরণ হতে চলেছে। তবে ছবির পরিচালক জেমস ক্যামেরুন ‘অ্যাভাটার-২’ মুক্তি দেওয়ার আগে দর্শকদের জন্য বড় উপহার নিয়ে এসেছেন সর্বকালের সেরা আয়ের সিনেমা ‘অ্যাভাটার’। ‘আগামী ২৩ সেপ্টেম্বর ‘অ্যাভাটার’ ফের ফিরছে বড় পর্দায়। সিনেমাটি প্রেক্ষাগৃহে দুই সপ্তাহ চলবে। এমন খবরে ভক্তদের মনে আনন্দের শেষ নেই। অ্যাভাটার ভক্তরা অপেক্ষায় রয়েছে সিনেমাটির জন্য। বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক এই সিনেমাটি 4K থ্রিডি হাই ডায়নামিক রেঞ্জ ফরম্যাটে দেখানো হবে। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল এ সিনেমাটি। অ্যাভাটারের পটভূমি একদল লোভী মানুষ আর নিরীহ প্যানডোরাবাসির মধ্যে এক অসম কিন্তু সাহসি যুদ্ধ নিয়ে। সিনেমাতে সুলি পরিবারের গল্প বলা হয়েছে।
‘অ্যাভাটার – দ্য ওয়ে অব ওয়াটার’ এ বছরের শেষে ১৬ ডিসেম্বর ২০২২ এ মুক্তি পাবে। এছাড়াও এ সিনেমার তিনটি সিক্যুয়েল আসবে ২০২৪, ২০২৬ ও ২০২৮ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *