মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭Dedicate To Right News
Shadow

ঢাকা ও ঢাকার বাইরে প্রাঙ্গণেমোরের ৬টি প্রদর্শনী

Spread the love

সেপ্টেম্বর মাসে ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদল ঢাকা ও ঢাকার বাইরে তাদের ৩টি নাটকের ৬টি প্রদর্শনী করতে যাচ্ছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর ও বগুড়ায় নাটকগুলো মঞ্চায়িত হবে। ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম দামপাড়া শিল্পকলা একাডেমিতে ‘কনডেমড সেল’ ও ১০ সেপ্টেম্বর ‘হাছনজনের রাজা’ নাটক মঞ্চায়িত হবে। অনন্ত হিরা রচিত ‘কনডেমড সেল’ নাটকটি নির্দেশনা নিয়েছেন আউয়াল রেজা আর শাকুর মজিদ রচিত ‘হাছনজনের রাজা’ নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।
১১ সেপ্টেম্বর যাত্রিক কুমিল্লার আমন্ত্রণে কুমিল্লা টাউন হলে অনন্ত হিরা রচিত ও নির্দেশিত ‘মেজর’ নাটকটি মঞ্চায়িত হবে। এছাড়া ১৬ সেপ্টেম্বর প্রাকৃতজন এর আমন্ত্রণে বগুড়া সাতমাথায় ‘কনডেমড সেল’ ও ২৪ সেপ্টেম্বর চাঁদপুর মেয়র নাট্যোৎসবে ‘হাছনজনের রাজা’ নাটক মঞ্চায়িত হবে। এছাড়া ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ ল্পিকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ‘হাছনজনের রাজা’ নাটকটি মঞ্চায়িত হবে। নাটকগুলোতে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, সাগর রায়, শুভ, জুয়েল, প্রকৃতি, রাহুল, সুজয়, সুমন, মোফাজ্জল, নির্ঝর, বাঁধন, মাছুম, মৌসুমী, রুমা।

নাট্যসূচি:
৯ সেপ্টেম্বর ‘কনডেমড সেল’ চট্টগ্রাম দামপাড়া শিল্পকলা একাডেমি
১০ সেপ্টেম্বর ‘হাছনজনের রাজা’ চট্টগ্রাম দামপাড়া শিল্পকলা একাডেমি
১১ সেপ্টেম্বর ‘মেজর’ কুমিল্লা টাউন হল
১৬ সেপ্টেম্বর ‘কনডেমড সেল’ বগুড়া সাতমাথা
২৪ সেপ্টেম্বর ‘হাছনজনের রাজা’ চাঁদপুর মেয়র নাট্যোৎসব
২৬ সেপ্টেম্বর ‘হাছনজনের রাজা’ মূল হল, জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *