
ভারতে দু’টি আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রদর্শনীসহ তিনটি আমন্ত্রিত মঞ্চায়ন হচ্ছে বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’-এর। ১৬ই সেপ্টেম্বর ভারতের অন্যতম নাট্যদল সবুজ সাংস্কৃতিক কেন্দ্রের ‘৬ষ্ঠ নাট্যসম্পর্ক ২০২২’ আন্তর্জাতিক নাট্যোৎসবে নৈহাটী ঐকতান মঞ্চে, ১৭ই সেপ্টেম্বর বোলপুর নৃত্যনিকেতন ডান্স গ্রæপ ও স্কুলের ‘বঙ্গ নাট্য রঙ্গ ফেস্টিভ্যাল ২০২২’ আন্তর্জাতিক নাট্যোৎসবে শান্তিনিকেতনের সৃজনী মঞ্চে এবং ১৯শে সেপ্টেম্বর অশোকনগর নাট্যমুখের আয়োজনে অমল আলো মঞ্চে ‘হেলেন কেলার’-এর প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে। এছাড়া, সবুজ সাংস্কৃতিক কেন্দ্রের আমন্ত্রণে স্বপ্নদলের প্রধান সম্পাদক নাট্যজন জাহিদ রিপন ১৫ই সেপ্টেম্বর ‘৬ষ্ঠ নাট্যসম্পর্ক ২০২২’ আন্তর্জাতিক নাট্যোৎসবের উদ্বোধন এবং উৎসবের সেমিনারে ‘নাট্যদর্শনে রবীন্দ্রনাথ-বাদল সরকার-সেলিম আল দীন এবং বাঙলা নাট্যরীতি’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করবেন।
‘বিশ্বের বিস্ময়’ মহীয়সী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কুÐু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম।
দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্তে¡ও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি নিয়ে আবর্তিত স্বপ্নদলের ‘হেলেন কেলার’ প্রযোজনা। এতে হেলেন কেলারের নিজ শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় চার্লি চ্যাপলিন-মার্ক টোয়েন-কেনেডি-আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা। উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত স্বরূপ! উঠে আসে নারীজাগরণ-মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ-ধ্বংস-সহিংসতা-বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। পাশাপাশি উচ্চকিত হয় ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গও। অজস্র প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে প্রকাশিত ও বিকশিত হয়ে মানবকল্যাণে নিবেদিত হতে পারাটাই হয়তো জীবনের চূড়ান্ত সার্থকতা! আর বিরূপ পরিস্থিতিতেও মানুষের কর্তব্য যে হতে পারে কতখানি মহান- এসব উচ্চাঙ্গের অনুভবই শেষাবধি প্রধান হয়ে ওঠে হেলেন কেলারের জীবনীনির্ভর এবং গবেষণাগার পদ্ধতিতে নির্মিত ঐতিহ্যের ধারায় আধুনিক বাঙলা নাট্যরীতির এ প্রযোজনায়। প্রযোজনাটির এ পর্যন্ত ৪০টি মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, ‘হেলেন কেলার’ প্রযোজনাটি দেশের বাইরে ২০১৮-এ জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে, ভারতের কলকাতায় প্রাচ্য নিউ আলিপুর আয়োজিত ‘পূবের নাট্যগাথা আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৮’-এ সফল মঞ্চায়নের মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি দেশের সীমা ছাড়িয়ে ইতোমধ্যে ছ’টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে দর্শকনন্দিত স¤প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক পরিমÐলে স্মরণীয় গ্রহণীয়তা পেয়েছে। এছাড়া ‘হেলেন কেলার’ প্রযোজনাটি কুয়েতের বিশ্বখ্যাত একটি নাট্যোৎসবে মঞ্চায়নের জন্যও আমন্ত্রিত হয়েছে।