শুক্রবার, এপ্রিল ২৬Dedicate To Right News
Shadow

জাবির উপাচার্য হিসেবে পূর্ণাঙ্গ নিয়োগ পেলেন অধ্যাপক নূরুল আলম

Spread the love
  • জাবি প্রতিনিধি
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাময়িক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরুল আলম-কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার), দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন-১৯৭১ এর ১১(১) ধারা অনুযায়ী পাঁচটি শর্ত আরোপ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ড. নূরুল আলম-কে নিয়োগ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা কিছু শর্তগুলো হলো- ক) উপাচার্য হিসেবে তার নিয়োগ দানের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছরের হবে।
 খ) উপাচার্য পদে তিনি অবসর অব্যহতি সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্ত হবেন।
 গ) তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন
 ঘ) তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং
 ঙ) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোন সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
মতামত জানতে চাইলে অধ্যাপক নূরুল আলম বলেন বলেন, ‘আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় একটি উন্নতমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। সেজন্য বিশ্ববিদ্যালয়ের সবার কাছ থেকে সহোযোগিতা কামনা করি এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
উল্লেখ্য যে, গত ১২আগস্ট বিশ্ববিদ্যালয়ে‌ উপাচার্য প্যানেল নির্বাচন করা হয়, এতে ৮১ সিনেটর বা ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭৬ জন।
এতে সর্বোচ্চ ৪৮ ভোট পেয়েছিলেন জাবির সাবেক উপ-উপাচার্য অর্থনীতি বিভাগের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন। নির্বাচনে ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন বর্তমান নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম এবং ৩২ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার। নির্বাচনে তিনটি প্যানেলে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *