কথার পর কথা
কথার মালা গাঁথি আমরা।
কত কথা!
মিষ্টি দুষ্টু বাবুসোনা
বাবার কোল জড়িয়ে, গলা পেঁচিয়ে
কথা আর কথা।
মিষ্টি মিষ্টি মন জুড়ানো
আধো ভাষায় গল্প কথা।
বাইরে যাব, খেলনা দিবা
পড়ার কথা কিন্তু বলবা না।
কথার পর কথা
কথার মালা গাঁথি আমরা
কত কথা!
সকাল থেকে সন্ধে অবধি
এটা নাই, ওটা নাই
এই শোনো, আমি এত কথা বুঝি না
আমারটা কিন্তু চাই, চাই।
এগুলি তো বঊয়ের কথা
রাতের রঙে আবার অন্য কথা
এই, তুমি! তুমি কিন্তু….!
কথার পর কথা
কথার মালা গাঁথি আমরা
কত কথা!
ব্যস্ত অফিস- লক্ষ রঙের গ্রাহক
হাজারো চাহিদা, সাধারণের ভীড়ে।
বসের চাহিদা তো আরো, চাই চাই
আপনিই পারবেন। করে কিন্তু দেখাবেন।
ফাইটার আপনি। ফায়ার!!
আপনি পারলে, মোদের বাড়বে মান ।
কথার পর কথা
কথার মালা গাঁথি আমরা
কত কথা!
পাখ পাখালীর- ডানা ঝাপটানোর কথা
কথায় কথায় রাত শেষে ভোর, তবুও কথা
আমার না এটা পছন্দ, ওটাও পছন্দ
জানো আইসক্রিম আর চকলেট
ফ্রেভার কিন্তু স্ট্রবেরী। ওহ! জোস!!