অনলাইন ডেস্ক :
লোকমান হোসেন। পেশায় সরকারি চাকুরী করেন। তবে শখের বসে গান লিখেন। গত বছরের অক্টোবর মাসে ‘এক সুন্দরী মেয়ে’ শিরোনামে গানটি লিখে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। গানটির গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন দেশের জনপ্রিয় সঙ্গীতজ্ঞ রাকিব মোসাব্বির। এ বছরের সেপ্টেম্বরে লোকমান হোসেনের লেখায় দ্বিতীয় গান মুক্তি পায় “এ কেমন ভালোবাসা”। এই গানটিরও সুরকার, গায়ক ও সঙ্গীত পরিচালক ছিলেন রাকিব মোসাব্বির। দুটি গানই মুক্তির পর শ্রোতারা বেশ পছন্দ করেছে।
গীতিকবি লোকমান হোসেন বলেন, প্রথম গান প্রকাশের এক বছর পর দ্বিতীয় গান প্রকাশিত হল। খুবই ভাল লাগছে চমৎকার কথার দুটি গান শ্রোতাদের উপহার দিতে পেরে। ভবিষ্যতেও শ্রোতাদের কথা মাথায় রেখে নতুন নতুন গান লেখার চেষ্টা থাকবে অবিরত।
জানা যায়, গানটি দুটি প্রকাশিত হয়েছে রাকিব মোসাব্বির এর নিজস্ব মিউজিক ইউটিউব চ্যানেল ‘টিউন ফ্যাক্টরী’তে। গান দুটির অডিও প্রযোজনা ও প্রকাশনা করেছে রাকিব মোসাব্বিরের নিজস্ব অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘টোন ফেয়ার’। গান দুটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে প্রায় শতাধিক আন্তর্জাতিক অডিও প্লাটফর্ম এ।