শনিবার, অক্টোবর ৫Dedicate To Right News
Shadow

জাবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে অর্ণব-অমর্ত্য

Spread the love
  • জাবি প্রতিনিধি
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের নতুন কমিটিতে সভাপতি ইমতিয়াজ অর্ণব, সাধারণ সম্পাদক  অমর্ত্য রায় এবং সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদকে  ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে ৩১তম সম্মেলন শেষে নতুন কমিটির ঘোষণা দেন সদ্যবিদায়ী সভাপতি রাকিবুল হক রনি।
২৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি তুষার ধর, ফাহিম মুকাররব ও নুসরাত তুবা, সহ-সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি, কোষাধ্যক্ষ এ এস সৈকত, দফতর সম্পাদক মাহমুদুল হাসান হৃদয়, শিক্ষা ও গবেষণা সম্পাদক রাবেয়া বসরী তাপস্বী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশাদ উল সাবেরিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান রাব্বী, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক অর্ণব আদিত্য রাহী, সাংস্কৃতিক সম্পাদক আশফার রহমান নবীন, ক্রীড়া সম্পাদক নাবিলা খায়ের, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিয়া মুন।
এছাড়া সদস্য হিসেবে থাকবেন রাকিবুল রনি, তাসবিবুল গনি নিলয়, রিফাত খান অনিক, সিয়াম করিম, সীমান্ত বর্ধণ, ওমর স্বাধীন, ঐন্দ্রিলা মজুমদার অর্ণা, রাগীব নিহাল তন্ময় ও মাহিসুন রাশতি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ‘গুলিবিদ্ধ গান একদিন ঠিকই কেড়ে নিবে স্বৈরাচারের প্রাণ’ স্লোগানে ৩১ তম সম্মেলনের উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *