সোমবার, সেপ্টেম্বর ১৬Dedicate To Right News
Shadow

ইউএস-বাংলা এয়ারলাইন্স অর্জন করেছে ”বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২২”

Spread the love

দেশের অন্যতম বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ইন-ফ্লাইট সার্ভিস, অভ্যন্তরীণ রুটে যাত্রী সংখ্যা, অন-টাইম ডিপারচার, ফ্লাইট সংখ্যা ও দেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য “বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২২” এ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশের অন্যতম ট্রাভেল বিষয়ক পাক্ষিক “দি বাংলাদেশ মনিটর”।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক-জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ”বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২২” এ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল এভিয়েশন এন্ড ট্যুরিজম মন্ত্রণালয় বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী এমপি-এর কাছ থেকে গ্রহণ করেন। ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপলাভারের হেড অব অপারেশন্স নিশা তাসনিম ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়া বেস্ট রিজিওনাল এয়ারলাইন ও বেস্ট অনটাইম ফ্লাইট ডিপারচার ক্যাটাগরিতে সিলভার এবং বেস্ট ইকোনমিক ক্লাসের ফুড ক্যাটাগরিতে ব্রোঞ্জ এ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মনে করেন “ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সকল ধরনের স্বীকৃতি-ই যাত্রীদের আস্থার প্রতিদান।”

এখানে উল্লেখ্য যে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৬ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’, প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন (পিএটিএ), বাংলাদেশ চ্যাপ্টার “এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০১৬” ভূষিত হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *