সোমবার, ডিসেম্বর ২Dedicate To Right News
Shadow

সংশোধিত খসড়া তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাস করার দাবি

Spread the love

বর্তমানে অনেক যাত্রীবাহী নৌযানেই অবাধে ধূমপান করা হয়। এছাড়া নৌযানে তামাকজাত পণ্যের অবাধে প্রদর্শন ও বিক্রিও অব্যাহত রয়েছে। আইনেও সরাসরি এ সম্পর্কে কোন বাধা না থাকায় সংশ্লিষ্টরাও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছেন না। এজন্য সংশোধিত খসড়া তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাস করার ব্যাপারে জোর দাবি জানালেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার নেতৃবৃন্দ। ২৪ সেপ্টেম্বর দুপুরে ঢাকা আহ্ছানিয়া মিশনের সঙ্গে ‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে করণীয়’ শীর্ষক এক যৌথ মতবিনিময় সভায় সংস্থাটির নেতৃবৃন্দ এ দাবি জানান।
রাজধানীর পল্টনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সভাকক্ষে সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মো. বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস বাংলাদেশের গ্র্যান্টস ম্যানেজার আবদুস সালাম মিয়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম খান, পরিচালক এস এম আব্দুল জাব্বার, মো. মামুন অর রশিদ, সদস্য মো. আব্দুল কাইয়ুম শেখ, মহাসচিব মো. ছিদ্দিকুর রহমান পাটওয়ারী, সিও এস এম রফিকুল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলাম, মিডিয়া ম্যানেজার রেজাউর রহমান রিজভী, প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার রিনি, অদুত রহমান ইমন প্রমুখ।
মতবিনিময় সভায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের বেশ কিছু দুর্বলতা তুলে ধরা হয়। এসময় ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস বাংলাদেশের গ্র্যান্টস ম্যানেজার আবদুস সালাম মিয়া বলেন, সংশোধিত খসড়া তামাক নিয়ন্ত্রণ আইন পাস হলে তামাক নিয়ন্ত্রণ আইনের যে ফাঁকগুলো রয়েছে সেগুলো বন্ধ হবে। এছাড়া তামাক ব্যবহারকারীদের মধ্যে তামাকের ব্যবহার কমবে ও নতুন করে কেউ তামাক গ্রহণ করতে নিরুৎসাহিত হবে। ফলে পরোক্ষ ধূমপানের ক্ষতির হাত থেকে অধূমপায়ীরা রক্ষা পাবে। এছাড়া লঞ্চ সহ পাবলিক পরিবহনগুলোতে ধূমপান পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ¦ মো. বদিউজ্জামান বাদল বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা এর আগেও তামাকবিরোধী নানাবিধ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল। ভবিষ্যতেও আমরা তামাকবিরোধী কার্যক্রমের সঙ্গে ওতোপ্রতোভাবে যুক্ত থাকবো। এসময় সংশোধিত খসড়া তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাস করার ব্যাপারে জোর দাবি জানান তিনি। তার এ বক্তব্যের সময় সংস্থার উপস্থিত সদস্যরা তাকে সমর্থন করেন।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *