বৃহস্পতিবার, অক্টোবর ১০Dedicate To Right News
Shadow

একই মঞ্চে নগরবাউল ও সোলস্

Spread the love

এবার একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম বড় ও জনপ্রিয় দুই নাম নগরবাউল এবং সোলস্।

আগামী ২৮ অক্টোবর, শুক্রবার ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডম বিনোদনকেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি-৯৭ ব্যাচের রজতজয়ন্তী অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজিত জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানেই মঞ্চ মাতাবে জেমসের ‌’নগরবাউল’ এবং পার্থ বড়ুয়ার ‘সোলস’। সঙ্গে থাকবে অন্য সঙ্গীতশিল্পীদের পরিবেশনা।

রজতজয়ন্তী উৎসবের আহ্বায়ক আবুল হাসনাত রুবেল বলেন, ‘‘সমবয়সী বন্ধুদের নিয়ে ফেসবুকভিত্তিক ‘এসএসসি–৯৭, এইচএসসি–৯৯’ সংগঠনটির বয়স পাঁচ বছর অতিক্রম করেছে। বিভিন্ন ধরনের ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান উদযাপন ও আয়োজনের ধারাবাহিকতায় এবার সারা দেশের এসএসসি–৯৭ ব্যাচের বন্ধুদের নিয়ে এই আয়োজন। আশা করি, কয়েক হাজার বন্ধু এই উৎসবে অংশ নেবে। পরিবারের সদস্যরাসহ একই দিনে অনুষ্ঠিত এই মিলনমেলায় আমরা ২৫ বছর আগের স্মৃতিচারণ করব, আড্ডা–গানে মাতব… এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের। এই আয়োজনকে সফল ও তাৎপর্যপূর্ণভাবে সম্পন্ন করার জন্যে সবার অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *