মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭Dedicate To Right News
Shadow

বাচসাসে বিজয়ী হলেন দ্য স্টেটমেন্ট সম্পাদক রেজাউর রহমান রিজভী

Spread the love

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর দ্বিবার্ষিক (২০২২-২৪) নির্বাচনে আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে বিজয়ী হলেন অনলাইন নিউজ পোর্টাল দ্য স্টেটমেন্ট টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক রেজাউর রহমান রিজভী। তিনি নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট (২৫১ ভোট) পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মু. নাছিবুর রহমান খান পেয়েছেন ৩০ ভোট। এর আগে বাচসাসের ২০১৭-২০১৯ সালের কমিটির মেয়াদকালে রেজাউর রহমান রিজভী সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এবারের বাচসাস নির্বাচনে সভাপতি পদে রাজু আলীম (চ্যানেল আই) ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ (সংবাদ প্রতিদিন) নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদের বিজয়ীরা হলেন সহ-সভাপতি অনজন রহমান ও রাশেদ রাইন, সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হোরায়রা মুরাদ, দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর আওয়াল। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাঈনুল হক ভূইয়া, লিটন এরশাদ, লিটন রহমান, রুহুল আমিন ভূইয়া, আনিসুল হক রাশেদ, আমিনুর রহমান লিটন, রুহুল সাখাওয়াত, শফিউল্লাহ সুমন ও রাফি হোসেন।

জাতীয় প্রেসক্লাবে ১২ অক্টোবর বুধবার সকাল থেকে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। সন্ধ্যার পর ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন সিনিয়র সাংবাদিক ফরিদ বাশার। তার সঙ্গে ছিলেন আবুল হোসেন মজুমদার ও এরফানুল হক নাহিদ। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫৩৩। ভোট দিয়েছেন ৩০১ জন। বাতিল হয়েছে ১ ভোট। ৭টি ভোট ব্যালট বাক্সে ড্রপ করেননি সংশ্লিষ্ট ভোটাররা। বাচসাসের ২০২২-২৪ মেয়াদের এবারের নির্বাচন হয়েছে প্যানেলবিহীন। মোট ২১টি পদের বিপরীতে লড়েছেন ৩৪ জন প্রার্থী।

উল্লেখ্য, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনের নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। দেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ সংক্ষেপে ‘বাচসাস’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *