
সং অর্থ মানু্ষ আর কৃতি তার কর্ম
মানুষের জীবন ধারাই সংস্কৃতির মর্ম।
আমরা আছি যা তা হলো সংস্কৃতির সংগা
বলেছেন ম্যাকাইভার বই সমাজবিদ্যা।
একাংশের পথচলা নয়তো সংস্কৃতির শর্ত
অধিকাংশে করে যা তা সংস্কৃতির অঙ্গ।
সংস্কৃতি চলমান ধীরে ধীরে বদলায়
অধিকাংশে মেনে নিলে পুরাতনটা উড়ে যায়।
জন চলে মন চলে চলে সংস্কৃতি
সময়ের ব্যবধানে বদলে যায় রীতি।
গণহারে পথচলায় যদি বদলে যায় আচরণ
ধরে নিন বদলেছে সংস্কৃতির ব্যাকরণ।
বিজাতীয় বলে যদি আটকে দিই দরজা
ঘরে বসে পাব নাকো ভুবনের সেরাটা।
মন্দকে ছুরে মেরে ভালোটাকে বেছে নিই
নিজেদের যা ভালো সবকিছু রেখে দিই।
কথাবার্তা আচরণ সংস্কৃতির অংশ
সবকিছু বদলালে জাতি হবে ধ্বংস।
চারিদিকে বাজিবেই নতুনের ডংকা
ভালোটাকে বেছে নিলে রবেনাকো শংকা।
চীন জাপান নিজেরা নিজেরটায় থেকেছে
আরবরা নিজেরাও নিজ ধরে রেখেছে।
নিজেদের ছুড়ে মেরে পরকে যে ধরেছে
শেকড়টা উপরে ফেলে আর কীবা টিকে সে?
বহুজাতির বহুমতে শেকড় কি থাকে আর?
দু’দিনের আগুয়ানে শেকড়টাই হারাবার।
বহু জাতির যৌগে গড় যদি সৌধ
ভেঙ্গে যাবে সংস্কৃতি হবেই হবে ধ্বংস।
নব যত হাতিয়ার হানা দিবে হররোজ
ভয় নেই চলি যদি পথ হেরি সেরাটা।
নতুনের ডামাডোলে যদি গা পড়ে এলিয়ে
ভেঙ্গে যাবো ভাঙ্গবোই হব হব ধ্বংস।
ধীরে চলি ধীরে শিখি নিজেরটা নিয়ে তাই
স্রোতের ডামাডোলে কোনভাবেই না হারাই।
পরনামে নিজে চলি নিজে মোরা থাকি কৈ?
নিজেদের আকড়ে ধরে চিরদিন মোরা রই।