তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি তাদের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এবার সদ্য শেষ হওয়া দারাজ সেলার সামিট ২০২২ এ ডায়মন্ড সেলস অ্যাওয়ার্ড অর্জন করেছে। ২০ অক্টোবর অনুষ্ঠিত দারাজ সেলার সামিটে দারাজে বিক্রয়কৃত ব্র্যান্ডের সকল পণ্যের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়ার স্বীকৃতস্বরূপ রিয়েলমি অর্জন করলো এ সম্মাননা।
রিয়েলমি সবসময় দারাজের মেগা ক্যাম্পেইন ১১.১১ এ কো-স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে এবং ২০২০ ও ২০২১ সালে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে শীর্ষ মোবাইল ব্রান্ডের খেতাব অর্জন করেছে। বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি এ সম্পর্কের কারণে, উভয় প্রতিষ্ঠান টেকসই প্রবৃদ্ধি অর্জন করছে। রিয়েলমি ও দারাজ ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার, দ্রুততম ডেলিভারি ও সেরা আফটার সেলস (বিক্রয় পরবর্তী) সেবা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনে একসঙ্গে কাজ করে যাচ্ছে। সম্প্রতি, দারাজ সেলার সামিট ২০২২-এ রিয়েলমি ডায়মন্ড সেলস অ্যাওয়ার্ড অর্জন করলো। এই স্বীকৃতি পেয়ে রিয়েলমি আনন্দিত।