বৃহস্পতিবার, ডিসেম্বর ১২Dedicate To Right News
Shadow

ওয়েসিস লায়ন্স ক্লাব এর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

Spread the love

গত ২৯ অক্টোবর শনিবার, বেলা ১১টায় ঢাকা আহ্ছানিয়া মিশন ও লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর যৌথ উদ্যোগে আয়োজিত হেনা আহমেদ হাসপাতাল, আলমপুর, হাঁসাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ-এ এক পারিবারিক বনায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীর মাধ্যমে মুন্সিগঞ্জ হাঁসাড়া ইউনিয়নের চারটি গ্রামের দুইশত দরিদ্র পরিবারকে তিনটি করে (কাঠাঁল, বাতাবিলেবু ও পেয়ারা) মোট ৬০০টি গাছের চারা বিনামূল্যে প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ওয়েসিস লায়ন্স ক্লাব এর প্রাক্তন সভাপতি ও ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক লায়ন ইকবাল মাসুদ।

গাছের চারা বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা গভর্ণর লায়ন ইঞ্জি.মোঃ আবদুল ওহাব, এমজেএফ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন লায়ন জেলা গভর্ণর লায়ন জালাল আহমেদ, এমজেএফ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি লায়ন জেলা প্রথম ভাইস গর্ভণর লায়ন অ্যাডভোকেট মোঃ বাশির উল্লাহ, পিএমজেএফ, ২য় ভাইস গর্ভনর লায়ন মোঃ হানিফ এবং ঢাকা ওয়েসিস লায়ন্স ক্লাব ফাউন্ডার পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান, পিএমজেএফ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন লায়ন জেলা সেক্রেটারী লায়ন সামিউল মুক্তাদী, এমজেএফ, লায়ন জেলা ট্রেজারার লায়ন নাসির হায়দার চৌধুরী, এমজেএফ, ওয়েসিস ক্লাব সভাপতি লায়ন্স লায়ন মাহফুজুর রহমান ভূঞা, এমজেএফ, শ্রীনগর উপজেলা বন কর্মকর্তা মোঃ সেলিম খান, লায়ন জেলা ইনফমেশন ট্যাকনোলজি চেয়ারপার্সন লায়ন এস এম মেহেদী হাসান, এমজেএফ, রিজোন চেয়ারপার্সন লায়ন এ্যাড. মোঃ হুমায়ুন কবির বাদশা, পিএমজেএফ, লায়ন জাকিয়া সুলতানা, এমজেএফ, লায়ন সিদ্দিকুর রহমান, লায়ন হাদিউজ্জামান, লায়ন মুন্সি আবদুর রাফেদ, লায়ন অদুত রহমান ইমন, লায়ন নূরজাহান বেগম রুনি ও ডাঃ নায়লা পারভীন, সহকারী পরিচালক, স্বাস্থ্য সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশন ও অন্যান্য লায়ন ও লিও সদস্য এবং হেনা আহমেদ হাসপাতাল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, কর্মসূচীতে গাছের চারা বিতরণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে মনোজ্ঞ বাউল সঙ্গীত পরিবেশনের আয়োজন করা হয়। অবিনাশ বাউল ও তার দল পরিবেশ ও সুস্থ জীবন বিষয়ে সচেতনতামূলক বাউল গান পরিবেশন করে গ্রামবাসীদের মাঝে বেশি বেশি গাছ রোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহনকারী গ্রামবাসীদের মধ্যে গাছের চারা হাতে তুলে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন লায়ন জেলা গভর্ণর লায়ন ইঞ্জি. মোঃ আবদুল ওহাব, পিএমজেএফ এবং প্রাক্তন লায়ন জেলা গভর্ণর লায়ন জালাল আহমেদ, এমজেএফ। পরর্বতীতে একে একে লায়ন অতিথিগণ গাছের চারা গ্রামবাসীদের হাতে তুলে দিয়ে বিতরন কার্যক্রমে অংশগ্রহণ করেন। গ্রামবাসীদের মধ্যে অনেকে ওয়েসিস লাযন্স ক্লাবকে সাধুবাদ জানায় এধরনের মহৎ সেবা কার্যক্রম আলমপুর গ্রামে পরিচালনা করায় এবং গ্রামবাসীরা আরো বলেন পূর্বের নেয়া সকল গাছ থেকে তারা ফল পেয়েছে যা পরিবারের পুষ্টির চাহিদা পূরণকরে বাজারে বিক্রি করার সুযোগ হয়েছে। এর পর থেকে তারা নিজ উদ্যোগে গাছের চারা রোপন করবে।উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন লায়ন জেলা ইনফমেশন ট্যাকনোলজি চেয়ারপার্সন লায়ন এস এম মেহেদী হাসান, এমজেএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *