
গুড ফুড, গুড পিপল এবং গুড মিউজিক স্লোগান নিয়ে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল-এর আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট SEAR-এর পথ চলা হলো শুরু।
১৪ই ডিসেম্বর, ২০২২ তারিখে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল তাদের অভিজাত গ্লোবাল কুইজিন রেস্টুরেন্ট এবং বার- SEAR উদ্বোধন করে। ৭৮ গুলশান অ্যাভিনিউ-এ অবস্থিত হোটেল প্রিমিসেস-এর লেভেল ১৮ তে SEAR-এর উদ্বোধনী অনুষ্ঠানটি বেশ জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়।
রেস্টুরেন্টটি উদ্বোধন করেন প্রিমিয়ার গ্রুপ লিমিটেড-এর সম্মানিত চেয়ারম্যান ড. এইচবিএম ইকবাল এবং উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মাননীয় উপদেষ্টা সালমান এফ রহমান, মাননীয় অর্থমন্ত্রী জনাব এ.এইচ.এম. মোস্তফা কামাল, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের জেনারেল ম্যানেজার মিস নুকা কুসুমা । এছাড়াও ব্যবসায়িক ব্যক্তিত্ব, কর্পোরেট উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পৃথিবীর বিভিন্ন দেশের সুস্বাদু সব খাবার এবং লাইভ জ্যাজ মিউজিকের সাথে চমৎকারভাবে খাবার পরিবেশনের কারণে অতিথিদের কাছে এটি দেশের অন্যতম এবং জনপ্রিয় একটি রেস্টুরেন্ট হয়ে উঠবে।
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলটি প্রিমিয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান ডক্টর এইচবিএম ইকবাল বলেন, “গ্রেট ফুড, গ্রেট পিপল এবং গ্রেট মিউজিকের দারুণ এক কম্বিনেশনের কারণে সবাই এটা খুব পছন্দ করবে।”
SEAR রেস্টুরেন্ট-এর নান্দনিক পরিবেশ অতিথিদের মুগ্ধ করবে এটা নিশ্চিতভাবেই বলা যায়। এটিতে রয়েছে লাইভ শো কিচেন এবং প্যানোরামিক ভিউ সহ একটি এক্সক্লুসিভ বার, যেখানে চমৎকার সব খাবারের সাথে অতিথিরা লাইভ বিনোদন উপভোগ করতে পারবে। এগুলো ছাড়াও, SEAR-এ রয়েছে বিশ্বমানের বিশেষজ্ঞদের কাছ থেকে নেয়া মিক্সোলজির ম্যাজিক। রেস্টুরেন্টটি সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে।
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল-এর জেনারেল ম্যানেজার মিস নুকা কুসুমা বলেন,“ঢাকার মানুষেরা মিউজিক ভালোবাসে এবং এই রেস্টুরেন্ট-এ ঢাকাবাসী তাদের বন্ধুবান্ধব ও পরিবার সহ চমৎকার খাবার, দারুণ পরিবেশনা ও আনন্দঘন পরিবেশ উপভোগ করতে পারবে। যা হবে ঢাকাবাসীর জন্য সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা।”
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলটি গুলশানের অভিজাত এলাকায় অবস্থিত যেটি ব্যবসা ও অবকাশ যাপনের জন্য অন্যতম এক স্থান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে খুব সহজেই মাত্র ২০ মিনিটে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে পৌঁছানো যায়। এছাড়াও এই হোটেলে রয়েছে অত্যাধুনিক সুবিধা ও আভিজাত্যপূর্ণ ডিজাইন সমৃদ্ধ ২১১ টি স্টাইলিশ রুম ও সুইট।