বৃহস্পতিবার, এপ্রিল ২৫Dedicate To Right News
Shadow

জাবিতে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি প্রদান

Spread the love

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে সাধারন শিক্ষার্থীরা।

আজ ১৩ মার্চ (সোমবার), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে, বিশেষ করে মেয়েদের হলগুলোতে লাগাতার বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেটাকে কেন্দ্র করে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি উত্থাপন করে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে সাধারন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন যে, এই মুহুর্তে ক্যাম্পাস, বিশেষভাবে মেয়েদের হলগুলোতে টানা অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, ফলে শিক্ষার্থীদের জান-মালের নিরাপত্তা হুমকির মুখে এবং প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছে।

তাই, শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা প্রদান ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে তিন দফা দাবি উত্থাপন করা হয়েছে, সেগুলো হলো; পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনতে হবে এবং এগুলো মনিটরিং করতে হববে, হলগুলোতে পূর্ণাঙ্গ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, বহিরাগতদের অবাধ প্রবেশ ও বিচরণ বন্ধ করতে হবে।

স্মারকলিপি গ্রহন করার সময় উপাচার্য শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন; ” প্রতিটি হলে পর্যাপ্ত লাইট লাগানো হচ্ছে, শেখ হাসিনা হলের পাশের বিপজ্জনক গাছগুলো কাটা হচ্ছে, আর মেয়েদের হলগুলোতে তিনজন করে গার্ড রাখা হচ্ছে, সিসিটিভিগুলো মেরামত ও স্থাপন করার জন্য প্রভোস্টদের নির্দেশ দেওয়া হয়েছে , সীমানা প্রাচীর আরও তিন ফিট বাড়ানো হচ্ছে, আর তদন্ত কমিটি আগামী তিন দিনে রিপোর্ট দিবে।”

এই বিষয়ে ইতিহাস বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী ইয়াহিয়া জিসান বলেন; বিগত কয়েকদিন লক্ষ করা গেছে ক্যাম্পাস তথা হলগুলোতে, বিশেষভাবে মেয়েদের হলগুলোতে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, এই ব্যাপারে উপাচার্য স্যার আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন, আশা করি ২/৩ দিনে বাস্তবায়ন করবেন, নতুবা আমরা পরবর্তী পদক্ষেপ নিবো।”

উল্লেখ্য যে, গতকাল ১২ মার্চ ও বিগত পাঁচদিনের মধ্যে দুইবার জাবির ছাত্রী হলগুলোতে অকথ্য ভাষায় গালিগালাজ এবং চুরির চেষ্টা করে অজ্ঞাত এক ব্যক্তি। এই ব্যাপারে হল প্রশাসন থেকে সঠিক কোন পদক্ষেপ পাওয়া যায়নি অভিযোগে ১২ মার্চ বিক্ষোভ মিছিল করেন আবাসিক ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *