আজ ১৭ মার্চ ২০২৩, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে কার্ভ আর্ট ও ক্র্যাফট একাডেমি আয়োজন করে শিশু কিশোর চিত্রাঙ্কন মেলা। এইচ আর ক্লাব বাংলাদেশ লিমিটেড ও রিস্ক টেকার বাংলাদেশ এর সহযোগিতায় এটি আয়োজিত হয় গুলশান ১ এর কার্ভ একাডেমির প্রাঙ্গনে। উক্ত চিত্রাঙ্কন মেলায় ১৮ জন খুদে শিল্পি অংশগ্রহণ করে।
কর্মশালা শেষে শিশুকিশোরদের একাডেমির পক্ষ থেকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে এইচ আর ক্লাব বাংলাদেশ লিমিটেড ও রিস্ক টেকার বাংলাদেশ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে শিশুকিশোরদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় ।