জাবি প্রতিনিধি
“সাংবাদিকতা আছে বলেই ন্যায়বিচার আছে, জনগন জবাবদিহিতা পায়”- জাবিসাসের সুবর্নজয়ন্তি অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এ কথা বলেন।
“অর্ধশতবর্ষের জাবিসাস, মুক্তবাক্যের উচ্ছাস” স্লোগানকে ধারন করে আজ ১৮ মার্চ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবির) প্রাচীনতম সংগঠন এবং বাংলাদেশের ক্যাম্পাস ভিত্তিক সাংবাদিকতার প্রথম সংগঠন ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’ (জাবিসাস) এর অর্ধশত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পালিত হলো এবং সেখানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এ কথা বলেন।
এছাড়াও তিনি সাংবাদিকদের প্রধান মন্ত্রীর স্বপ্নের “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণে সহায়তা চেয়ে বলেন ” মাননীয় প্রধানমন্ত্রী সর্বদায় সাংবাদিকদের মুক্তবাক স্বাধীনতা দিয়ে থাকেন, সাংবাদিকদের সমসস্যায় সবার আগে এগিয়ে আসেন মা যেমন সন্তানের সমস্যায় এগিয়ে আসে। সরকারের ভুল হলে সেখানে গঠনমূলক সমালোচনার করবেন এবং স্বাধীনতা বিরোধী, যারা দেশের উন্নয়নে বাধা হয়ে দাড়ায় তাদের প্রতিরোধ করবেন, যেন দেশের মঙ্গল হয়।”
এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভূয়সি প্রসংশা ও শুভ কামনা জানিয়ে তিনি বলেন “আমি যেহেতু সাভারে থাকি তাই আমি জানি এবং আপনাদের লেখা আমি পড়ি, আপনাদের এই সংগঠন সচ্ছতার সাথে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই দ্বারা অব্যাহত থাকবে বলে আশা করি।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে সকাল দশটা সময় জাবিসাসের অর্ধশত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ নূরুল আলম এবং এর পরপরই আনন্দ র্যালি করে অনুষ্ঠানের জন্য নির্ধারিত জায়গা বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণাগারে সবাই উপস্থিত হন এবং এর পরপরই সেখানে মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে ‘তারণ্যের বোঝাপড়ায় বাংলাদেশের সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা হয়।
সেখানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রেখেছেন একুশে পদক প্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ। তাছাড়াও সেখানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষকদের একাংশ, ছাত্রলীগের নেতা-কর্মীরা, বিভিন্ন সংগঠন থেকে নিমন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সংগঠনটির সদস্য বৃন্দ। আলোচনা সভার পর জাবিসাসের প্রকাশিত নিজস্ব সুভ্যেনিয়র “প্রতিধ্বনি” উদ্বোদন করেন। পরিশেষে এই সংগঠনের সাবেক এবং বর্তমান সাংবাদিকদের মধ্যে মতবিনিময় হয়।
উল্লেখ্য যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) প্রতিষ্ঠিত হয় ৩ এপ্রিল, ১৯৭২ সালে এবং ক্যাম্পাস সাংবাদিকতার বাংলাদেশের প্রথম সংগঠন। যা গত দুই বছর ২০২০ সালেই অর্ধশত প্রতিষ্ঠা বার্ষিকীতে পৌছালেও করোনার মহামারীর জন্য তা উদযাপিত হয়নি। তাই বিলম্বে সংগঠনটির বায়ান্ন বছরে উদযাপিত হলো।