জাবি প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস ২০২৩ উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ রফিক জব্বার হল ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়৷ এতে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কাজ করা জাবির সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’র প্রায় একশত জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিকেল ৪.৩০ টায় ১ম থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্হান অধিকারী শিক্ষার্থীদেরকে আলাদাভাবে পুরস্কৃত করা হয়।
বিকেল ৫.৩০ টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করে শহীদ রফিক জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক শাহেদ রানা, জাবি ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। এসময় তারা হল ছাত্রলীগের এমন উদ্যেগের ভূয়সী প্রশংসা করেন এবং সুন্দর কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরবর্তীতে তরী’র সুবিধাবঞ্চিত সকল শিশুদের মাঝে খাতা, কলম, পেন্সিল সহ বিভিন্ন ধরণের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এতে ৪৪ ব্যাচের শিক্ষার্থী শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন নাহিদ, সাজ্জাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ৪৫ ব্যাচের শিক্ষার্থী শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ শোয়াইব, সোহেল রানা, ফয়সাল খান রকি, জুবায়ের আহমেদ, শাহরিয়ার সুপ্ত, সাংগঠনিক সম্পাদক রামিম আলী, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন, উপ ধর্ম বিষয়ক সম্পাদক শুভাশিস ঘোষ, গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্পাদক আবদুর রাজ্জাক, উপ-অর্থ সম্পাদক ইমরান আহমেদ, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাব্বির আহমেদ তুরাগ, উপ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক তানভীর সিদ্দিকী, উপ-সমাজসেবা সম্পাদক আহসান হাবিব, উপ-প্রচার সম্পাদক রবিন সরকার, উপ স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মুন্সী সাহেদ ইভান, হল সভাপতি পদপ্রার্থী ফখরুদ্দিন মোহাম্মদ কেফায়েত, সহ সম্পাদক সজীব ভূঁইয়া ও আজমল হোসেনসহ হল ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।