শনিবার, এপ্রিল ২০Dedicate To Right News
Shadow

জাবির ইন্ডিজেনাস স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে ডেবিড-ম্যানথাউ

Spread the love

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ইন্ডিজেনাস স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন লাল ডেবিড বম এবং সাধারন সম্পাদক ম্যানথাপ ম্রো।

২৪ মার্চ(শুক্রবার), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্ডিজেনাস এসোসিয়েশনের বার্ষিক সভায় সদ্য বিদায় নেওয়া সভাপতি মংফা বম ও বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা শাখার উপ-পরিচালক ও সংগঠনের উপদেস্থা উথোয়াইচি মারমার সাক্ষর সম্বলিত বিজ্ঞপ্তিতে এটি নিশ্চতি করেন।

এ ছাড়াও উক্ত নোটিসে যারা আছেন; সহ-সভাপতি নিপুণ ত্রিপুরা, অংশৈনু মারমা, মংথিজাউ রাখাইন, রীতাশ্রী হাজং, থোয়াই মার্মা, যুগ্ম সাধারণ সম্পাদক আর্নল্ড দ্রং, শৈমিং মারমা, পূর্ণবসু তঞ্চঙ্গ্যা। সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত ত্রিপুরা, মন্জু ইয়াংয়ুন
ছাত্রী বিষয় সম্পাদক শিলবিয়া ম্রং,
সাংগঠনিক সম্পাদক এলিজা পাংখোয়া,
অর্থ সম্পাদক উসাই থিং মারমা। শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক অংহো খুমি
আরসি চাকমা, জিকো খিয়াং, তথ্য ও প্রচার সম্পাদক পংকজ ফ্রান্সিস, ত্রিবেনী চাকমা, অনন্ত ত্রিপুরা। দপ্তর সম্পাদক রিং ইয়ং ম্রো, রনেল তঞ্চঙ্গ্যা, তুতুল তঞ্চঙ্গ্যা,
ক্রিড়া সম্পাদক জুয়েল ত্রিপুরা, মৃত্তিকা চাম্বুগং এবং কার্যকরী সদস্য হিসেবে ৫০ তম আবর্তনের শিক্ষার্থীদের রাখা হয়েছে।

২৪ মার্চ(শুক্রবার), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্ডিজেনাস এসোসিয়েশনের বার্ষিক সভায় সংগঠনের সকল সদস্য একত্র হয়ে বনবোজন করেন এবং এর পরপরই বিদায়ী কমিটির কাছে থেকে নতুন সকল দায়িত্ব বুঝে নেওয়া। প্রধান অতিথির বক্তব্যে উথোয়াইচি মারমা বলেন; “এই সংগঠন আমাদের শিকড়কে ধরে রাখার একটি মাধ্যম, আমরা যেহেতু সংখ্যায় কম এবং আমাদের বৃহৎ জনগোষ্ঠীর সাথে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে, তাই সবার পড়াশোনা করে নিজেকে দক্ষ নাগরিকে পরিণত করতে হবে।”

তাছাড়া সদ্য নির্বাচিত সভাপতি ডেভিড বম বলেন “আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, পালন করা চ্যালেন্জের ব্যাপার। কারন এখানে বাংলাদেশের পার্বত্য ও সমতলের সকল আদিবাসী জনগোষ্ঠীকে এক্ষত্রে কাজ করতে হয় । আমরা সংগঠনের সদস্যরা যেন দক্ষ জনবল হয়ে উঠতে পারি সে জন্য আমরা উদ্যোগ নিয়ে কাজ করবো।”

উল্লেখ্য যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন একটি বাঙালি ব্যতিত বাংলাদেশের পার্বত্য ও সমতলের সকল(প্রায় ৪৯টি) জনগোষ্ঠীগুলোর শিক্ষার্থীদের এক্ষত্রে নিয়ে কাজ করে।
#…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *