সোমবার, সেপ্টেম্বর ৯Dedicate To Right News
Shadow

এক্টরস ইকুইটি বাংলাদেশের লিগ্যাল উইংস গঠিত

Spread the love

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের ১২০০ সদস্যের সকল প্রকার আইনী নিরাপত্তা, সহায়তা, পরামর্শ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইবার বুলিং ও অপপ্রচারের প্রতিকারে লিগ্যাল উইংস গঠন করলো অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ।

১ এপ্রিল সন্ধ্যায় অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের নিকেতনস্থ কার্যালয়ে এই লিগ্যাল উইংস গঠনের ঘোষণা দেয়া হয়। লিগ্যাল উইংস এর সদস্যরা হলেন এডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার রাবেয়া জাহান ফিরোজ এবং এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। লিগ্যাল উইংসের সমন্বয়কারী হিসেবে থাকবেন উর্মিলা শ্রাবন্তী কর, আইন ও কল্যাণ সম্পাদক অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ।

এসময় জানানো হয়, এখন থেকে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের ১২০০ সদস্যের সকল প্রকার আইনী নিরাপত্তা, সহায়তা, পরামর্শ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইবার বুলিং, অপপ্রচার এর প্রতিকারে এই লিগ্যাল উইংস কাজ করে যাবে।

লিগ্যাল উইংস ঘোষণা অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক রওনক হাসান। লিগ্যাল উইংস ঘোষণা করেন সভাপতি আহসান হাবীব নাসিম। সাংগঠনিক সম্পাদক সাজু খাদেমের সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন অগ্রজ অভিনয়শিল্পী ডলি জহুল, অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জোতিকা জ্যোতি, সাদিয়া জাহান প্রভা, এডিসি নাজমুল ইসলাম, সাইবার ক্রাইম, সিসিটিসি, এডিসি খন্দকার লেনিন, সিসিটিসি, ডিএসপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *