মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭Dedicate To Right News
Shadow

ইজি’র ঈদ কালেকশন

Spread the love

ঈদুল ফিতর মানেই যেন পোশাক, সবাই নতুন পোশাক সংগ্রহ করে । ঈদের আনন্দ এখন পোশাকের মধ্য দিয়ে ভাগাভাগি করে অনেকে।

প্রতি ঈদেই বাহারি ডিজাইনের পোশাক নিয়ে হাজির হয় ফ্যাশন ইজি ।
দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির এ মুহূর্তের জনপ্রিয় ব্র্যান্ড ‘ইজি’ সব সময় চেষ্টা করেছে পোশাকে নতুনত্বের ছোঁয়া আনতে।
এবারও ঈদ উপলক্ষে ইজি এরই মধ্যে অসংখ্য নতুন ডিজাইনের কালারফুল সব ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পলো-শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট, পাঞ্জাবি, কুটি, কাবলি পাঞ্জাবি নিয়ে হাজির হয়েছে।
প্রতিটি শোরুমেই পাওয়া যাচ্ছে ইজির নতুন কালেকশন।
ঈদে সবাই চায় নিজেকে একটু পরিপাটি করে উপস্থাপন করতে।
তাই সবার মনোযোগ থাকে ফ্যাশনেবল পোশাকের দিকে।
এবারের ঈদে আকর্ষণীয় সব পোশাক ও আনুষঙ্গিক ফ্যাশন অনুষঙ্গ নিয়ে এবারও ইজির আউটলেটগুলো সেজেছে বর্ণিল সাজে। ছেলেদের সব ধরনের পোশাক পাওয়া যায় ইজিতে।
ঢাকা সহ সারা দেশে ইজি র ৮০ টি মত শোরুম রয়েছে।

https://youtu.be/-K0lKBhgBQY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *