বৃহস্পতিবার, ডিসেম্বর ১২Dedicate To Right News
Shadow

নিথর মাহবুবের নতুন গান ‘মুদ্রাস্ফীতি’

Spread the love

নান্দনিক শিল্প মূকাভিনয়ের নৈপুণ্যে শিল্প-সাংস্কৃতির অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন নিথর মাহবুব। মূকাকু হিসেবে রয়েছে তার বিশেষ পরিচিতি। প্রতি বছর নিজের জন্মদিনে মূকাভিনয়ের শো করলেও গত বছর জন্মদিনে নিজের কথা, সুর ও কণ্ঠে ‘আগন্তুক’ শিরোনামে জীবন মুখী একটি গানের মিউজিক ভিডিও প্রকাশের চমক দেখান তিনি এবং গানটির জন্য অনেক প্রশংসিতও হন।

সেই উৎসাহে এবার ঈদুল আযহায় নিজের কথা, সুর ও কণ্ঠে আবারও নতুন গান নিয়ে হাজির হয়েছেন নিথর মাহবুব। এবারের গানটিও জীবনমুখী। ‘মুদ্রাস্ফীতি’ শিরোনামের এই গানটি স্টুডিও ভার্সন মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে ‘মউজিক ডোর’ ইউটিউব চ্যানেলে। সঙ্গীত আয়োজন করেছেন কণ্ঠশিল্পী শাইলু শাহ্, মিউজিক করেছেন টফি রেনান। ভিডিও চিত্র ধারণ করেছেন ফয়সাল মাহমুদ।

করোনা পরিস্থিতি এবং পরবর্তীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্বে চলছে অস্থির অবস্থা। পৃথিবীর অনেক দেশেই দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি। বাংলাদেশও তার বাইরে নয়। বর্তমান বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। এসব সংকটের কথাই উঠে এসেছে নিথর মাহবুবের ‘মুদ্রাস্ফীতি’ গানে। গানের কথাগেুলো এমন- ‘মুদ্রাস্ফীতির ক্রান্তিকাল দিশে খুঁজে পাচ্ছি না, ব্যাংক ব্যালেন্সটা ছোট হচ্ছে ধরে রাখতে পারছি না, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি মাইনে আমার বাড়ে না, ব্যায়ের সঙ্গে পাল্লা দিয়ে কিছুতেই আর পারছি না।’

নিথর মাহবুব বলেন,‘ ভয়ে ভয়ে প্রথম গান ‘আগন্তুক’ প্রকাশ করে ছিলাম, পরে গানটির প্রতি দর্শক-শ্রোতাদের আগ্রহ আমাকে আবারও গান প্রকাশে অনুপ্রাণিত করেছে। তবে হুট করে গান করতে আসিনি, ছাত্রজীবনে অ্যাকাডেমিক ভাবে গানের চর্চা করেছি। অনেকের অনুরোধেই আবার নতুন গান নিয়ে হাজির হয়েছি। কথাই এই গানের প্রাণ, তাই সাদামাটা একটি স্টুডিও ভার্সন ভিডিও করেছি গানটির জন্য। ভিডিও না মূলত গানটা মানুষকে শোনাতে চাই। আমি আপনার, আমার, সবার সংকটের কথা তুলে ধরতে চেয়েছি গানে গানে। যদি গানটি সবার ভাল লাগে; তবে গানটি দিয়ে আবার সুন্দর একটি মিউজিক ভিডিও তৈরি করে প্রকাশ করব।

এদিকে আগামী মাসের ৭ তারিখে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে রয়েছে নিথর মাহবুবের একক মূকাভিনয়। মঞ্চে নাটক মূকাভিনয়ের পাশাপাশি নিয়মিত টিভিতেও অভিনয় করছেন এই শিল্পী। চলমান ঈদের অনুষ্ঠানমালায় বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ঈদ ধারাবাহিক নাটক ‘সিঁড়ি’। এছাড়া দুরন্ত টিভিতে পুনঃপ্রচার হচ্ছে তার অভিনীত আলোচিত ধারাবাহিক নাটক ‘টিরিগিরিটক্কা’।

গানের লিংক: https://youtu.be/LeXAeCzEUFs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *