বুধবার, এপ্রিল ২৪Dedicate To Right News
Shadow

হিলস এর ২য় বর্ষপূর্তি উদযাপন

Spread the love

৪ মে হিল ই-কমার্স সোসাইটি (হিলস) এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী নানান আয়োজনে মুখর ছিলো হিলস প্রাঙ্গন। অনলাইন এবং অফলাইনে শুভেচ্ছা বার্তা, সদস্যদের সাংস্কৃতিক কর্মকান্ড ও উদ্যোক্তাদের বিভিন্ন প্রোডাক্ট এ ডিসকাউন্ট অফারসহ উৎসব আমেজে মেতে ছিল সংশ্লিষ্ট সকলে। এর মধ্যে অফলাইনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এ আয়োজিত “এক্সপোর্ট বিজনেস এন্ড অপারেশনস” বিষয়ক প্রশিক্ষণটি ছিল চমকপ্রদ। এর উদ্বোধনী পর্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপবিষ্ট ছিলেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আব্দুল ওয়াদুদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি ওমর ফারুক, বিসিক-ইন্টারন্যাশনাল ট্রেড এর প্রশিক্ষক ও রুদমিলা কারুপণ্যে’র ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল হক ও সভাপতিত্ব করেন হিলস এর এডমিন ও সভাপতি মনি পাহাড়ী।

২৫ জন উদ্যোক্তার অংশগ্রহণে পরিচালিত হয় কর্মশালাটি। চেম্বার অব কমার্স এর সভাপতি উদ্যোক্তাদের জন্য ব্যাংক ঋণ প্রাপ্তিসহ সকলকিছুতে তাঁর দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। বিশেষ অতিথি ওমর ফারুক বলেন- “ধারাবাহিকতা রক্ষা করলে স্বপ্নপূরণটা অসম্ভব নয়। শুধু লেগে থাকতে হবে। স্বপ্নটা ধরে রাখতে হবে।” প্রশিক্ষক মাহফুজুল হক খুব সহজ করে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি আশাবাদী যে এই প্রশিক্ষণ থেকে অন্তত চার থেকে পাঁচজন এক্সপোর্টার তৈরি হবে।
প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়। সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক রুনেল চাকমা। তিনি উদ্যোক্তাদের জন্য ইনস্টিটিউট এর পক্ষ থেকে বিভিন্ন প্রশিক্ষণসহ সর্বাত্মক সহযোগিতা প্রদান করার আশ্বাস প্রদান করেন। সমাপনী পর্বে পরিচালনা পর্ষদের প্রতিনিধিত্ব করেন হিলস এর পরিচালক মনিরুল আলম, রন্ত কুমার তঞ্চঙ্গ্যা ও তুষার কান্তি চাকমা। হিলস এর এডমিন ও সভাপতি মনি পাহাড়ী বলেন- “হাজার হাজার শৌখিন উদ্যোক্তা তৈরি করার পরিবর্তে স্বপরিচয়ে উদ্ভাসিত হবেন এমন ১০০ জন উদ্যোক্তা তৈরি হোক এমনটা চাই আমরা। সেভাবেই ধাপে ধাপে কাজ করছে হিলস।” তিনি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হিলস এর পরিচালক আশিক সুমন।

সবশেষে কেক কেটে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *