বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২Dedicate To Right News
Shadow

‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’-এর আয়োজন সফল করতে তথ্যপ্রযুক্তিভিত্তিক বাণিজ্যিক সংগঠনগুলোর সঙ্গে বাক্কোর সমঝোতা চুক্তি

Spread the love

দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর উদ্যোগে ও বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল’-এর সার্বিক সহযোগিতায় মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে পালিত হতে যাচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ, শীর্ষ সম্মেলন “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩” । তার আনুষ্ঠানিক ঘোষণার উদ্দেশ্যে আজ রবিবার ২১ মে, ২০২৩ তারিখে রাজধানীস্থ এক কনফারেন্স হলে ‘মিট দ্য প্রেস’ শীর্ষক সংবাদ সম্মেলনের পর তথ্যপ্রযুক্তিভিত্তিক বাণিজ্যিক সংগঠনগুলোর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে বাক্কো।

এবারে পঞ্চমবারের মত বাক্কোর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বিপিও সামিট। সার্বিক সহযোগিতায় আছে বিজনেস প্রোমোশন কাউন্সিল। এছাড়াও এ আয়োজন সফল করতে সমঝোতা চুক্তি অনুসারে বাক্কোর সহযোগী হিসেবে থাকছে তথ্যপ্রযুক্তিভিত্তিক বাণিজ্যিক সংগঠনগুলো। প্রসঙ্গত, সংশ্লিষ্ট সংগঠনগুলো হলঃ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), উইম্যান অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই), বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ), টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি), ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) এবং বাংলাদেশ উইম্যান ইন টেকনোলজি (বিডাব্লিউআইটি)।

সমঝোতা চুক্তির অনুষ্ঠানে নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে স্বাক্ষর করেন- জনাব কামরুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক বিসিএস; জনাব আহমেদুল ইসলাম বাবু, পরিচালক, বেসিস; ডা. তানজিবা রহমান, সভাপতি, বিএফডিএস; জনাব মোহাম্মদ কাওছার উদ্দীন, সভাপতি, টিএমজিবি; নাজনীন কামাল, সহ-সভাপতি, বিডাব্লিউআইটি; শমী কায়সার, সভাপতি, ই-ক্যাব এবং জনাব মোহাম্মদ এ কাইয়ুম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, আইএসপিএবি।

তথ্যপ্রযুক্তিখাত সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমকর্মীগণের সরব উপস্থিতিতে সমঝোতা চুক্তির অনুষ্ঠানটি ছিল পরিপূর্ণ। বাক্কো কার্যনির্বাহী কমিটি থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক জনাব তৌহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ তানজিরুল বাসার, অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ আমিনুল হক; পরিচালক জনাব আবু দাউদ খান, এবং জনাব মুসনাদ ই আহমেদ।

উল্লেখ্য, শুধু রাজধানী শহরেই নয়, এবারই প্রথমবারের মত ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩” আয়োজিত হচ্ছে বিভাগীয় পর্যায়েও। আগামী ২৩ মে রাজশাহী বিভাগে “ক্যারিয়ার ক্যাম্পেইন”-এর মধ্য দিয়ে শুরু হবে যাত্রা। বিভাগীয় পর্যায়ের বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে থাকছে ইউনিভার্সিটি ক্যাম্পাস অ্যাক্টিভেশন, তরুণ প্রজন্মের জন্য চাকুরি মেলা, ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, স্থানীয় অংশীজনদের নিয়ে আয়োজিত পলিসি ডিসকাশন ইত্যাদি। সাতটি বিভাগে পর্যায়ক্রমে আলাদা আলাদাভাবে “বিভাগীয় বিপিও সামিট” উদযাপনের পর কেন্দ্রীয় পর্যায়ে চূড়ান্তভাবে আয়োজিত হবে “কেন্দ্রীয় বিপিও সামিট। এ আয়োজনের মাধ্যমে আইসিটিশিল্প বিকাশে আইসিটিপণ্য ও সেবা প্রদর্শনী, বিপিওখাতের অর্জন/সাফল্য ও সম্ভাবনা উপস্থাপন, তথ্য-প্রযুক্তিবিষয়ক সেমিনার ও কর্মশালা আয়োজন, ই-গভর্নেন্স, ই-কমার্স, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে দেশের অর্জিত সাফল্য বিশ্ববাসীসহ বাংলাদেশের জনগণের নিকট তুলে ধরা হবে। উপরন্তু এ সামিটের ‘ক্যারিয়ার ক্যাম্পেইন’ দেশের বিপিও খাতে দক্ষ জনসম্পদ গড়ে তুলতে ও সম্ভাবনাময় তরুণ-তরুণীদের উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টিতে অনস্বীকার্য ভূমিকা পালন করবে, এমনটাই বাক্কোর আশাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *