শনিবার, অক্টোবর ৫Dedicate To Right News
Shadow

২৬ মে আসছে ‘দ্য লিটল মারমেইড’

Spread the love

রূপকথার জাদুকর ডেনীয় লেখক এবং কবি ‘হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন’ এর বিশ্বখ্যাত গল্প অবলম্বনে ওয়াল্ট ডিজনি পিকচার্স-এর নতুন লাইভ অ্যাকশন সিনেমা ‘দ্য লিটল মারমেইড’। সম্প্রতি এর ট্রেলার প্রকাশ্যে এসেছে। এটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ একদিনে বিশ্বব্যাপী ১০৮ মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়েছে। বর্তমানে যা একটি বিরল উদাহরণ মনে করা হচ্ছে।
গত ১২ মার্চ একাডেমি পুরস্কার অনুষ্ঠানের সময় ট্রেলারটির প্রিমিয়ার হয়। সেই সময় উপস্থিত সবার সামনে তারকা হ্যালি বেইলি এবং মেলিসা ম্যাকার্থিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। হ্যালি বেইলি হবেন নতুন রাজকন্যা অ্যারিয়েল। পানির নিচের পাতালপুরীতেই যার সাম্রাজ্য আর ভিলেন উরসুলার চরিত্রে অভিনয় করেছেন ম্যাকার্থি।
সিনেমাটিতে মারমেডের সমুদ্রে বিভিন্ন প্রাণীর সঙ্গে বসবাসের জীবন থেকে লোকালয়ে মানুষের সঙ্গে বসবাস করার ইচ্ছার কথা তুলে ধরা হয়েছে। নতুন চারটি মৌলিক গান সিনেমাটিতে সংযোজন করা হয়েছে। যা কোনো লাইভ অ্যাকশান সিনেমায় অতীতে ছিল না। জ্যাভিয়ের বারডেম, অ্যাকওয়াফিনা, জ্যাকব ট্রেম্বলে এবং জোনাহ হাউরকিং সিনেমাটির সহ অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনার দায়িত্ব পালন করছেন হলিউডের বিখ্যাত পরিচালক রব মার্শাল। সিনেমাটি ২৬ মে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *