- জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে দৈনিক ইত্তেফাকের জাবি প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জল সভাপতি ও দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইমরান হোসাইন হিমু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (১১জুন) সাড়ে বারোটায় প্রধান নির্বাচন কমিশনার ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে।
কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শাহাদাত হোসেন (নিউ এজ), যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব সরদার (জাগো নিউজ), কোষাধ্যক্ষ মেহেদী মামুন (বণিক বার্তা) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দীন শিকদার (মানবকন্ঠ)।
এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন- আল আমিন রুবেল ( চ্যানেল আই), আব্দুল মান্নান (প্রতিদিনের বাংলাদেশ), বায়েজীদ হাসান (দৈনিক ইনকিলাব)
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউর রকিব এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ইউসুফ হারুন।